লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

BSNL: এবারে এই কয়েকটি স্টেপ ফলো করলেই খুব সহজে BSNL সিমের ইন্টারনেট স্পিড বাড়িয়ে দিতে পারবেন আপনিও

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL: বর্তমানে ভারতীয় দুটি জনপ্রিয় টেলিকম কোম্পানি জিও এবং এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যান এর মূল্য বাড়িয়েছে হঠাৎ করে। আর তাতেই চিন্তায় পড়েছেন মধ্যবিত্ত মানুষজন। কারণ এভাবে হঠাৎ করে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দেওয়ার ফলে পকেটে টান পড়েছে প্রত্যেকের। তাই অনেকেই সস্তার রিচার্জ প্ল্যান খুঁজতে BSNL সিমে বদলি করছেন।

তবে BSNL সিমের একটি সমস্যা হল এদের ইন্টারনেট স্পিড এবং কলড্রপ। আসলে BSNL এখনও পর্যন্ত 3g ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। আর বর্তমানে প্রত্যেকের কাছেই রয়েছে 4g নয়তো 5g ইন্টারনেট পরিষেবা। যার কারণে খুবই ধীরগতিতে পরিষেবা মেলে। কিন্তু এবার এই সমস্যা খুব সহজেই দূর করা যেতে পারে। কিভাবে চলুন জেনে নেওয়া যাক।

BSNL ব্যবহারকারীদের মূল সমস্যা হল ইন্টারনেটের স্পিড এবং কলড্রপের সমস্যা। সহজেই এই সমস্যাগুলি সমাধান সম্ভব। BSNL সিমের ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবার স্পিড এর সমস্যা গ্রাহকরা নিজেরাই সমাধান করতে পারবেন।

প্রথমত, SIM ট্রে- অর্থাৎ ফোনের যে অংশে সিম থাকে সেখানে ১ নম্বর স্লটে BSNL সিম রাখুন। এবং ফোনের সেটিংসে গিয়ে প্রাইমারি সিম হিসেবে BSNL সিলেক্ট করুন। দ্বিতীয়ত, প্রতিটি স্মার্টফোনেই রয়েছে নেটওয়ার্ক সেটিংস অপশন। সেখানে ট্যাপ করলেই নতুন একটি উইন্ডো ওপেন হবে। সেখানে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ অপশন থাকবে।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Weather Forecast: টানা বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ, জানালো আবহাওয়া দপ্তর

ওই অপশনে ক্লিক করলে মোট চারটি অপশন শো করবে। সবসময়, 5G/4G/3G/2G। সেখান থেকে আপনি অপশনটি সিলেক্ট করে রাখুন। তৃতীয়ত, এরোপ্লেন মোট অন করে সমস্যার সমাধান করতে পারেন। বিশেষজ্ঞদের মতে, ফোনের সিগন্যালে সমস্যা হলে এরোপ্লেন মোড একবার অন করে কয়েক মিনিট পর অফ করে দিলেই সমস্যার সমাধান মেটে।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।