লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Indian Railway: এবার থেকে লোকাল ট্রেনের টিকিট ক্যান্সেল হলেও পাবেন রিফান্ড জেনে নিন পদ্ধতি

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian Railway: আমাদের দেশের কোটি কোটি মানুষের সড়ক পরিবহনের মূল উপায় হলো রেলপথ। প্রতিদিন আমাদের দেশের কয়েক কোটি মানুষ রেলের সাহায্যে যাতায়াত করেন। এই যাতায়াতের জন্য কেউ রোজ টিকিট কাটেন তো কেউ আবার মান্থলি করে রাখেন। তবে কোনো কারণে যদি যাত্রা বাতিল হয় বা ট্রেন মিস হয় তাহলে? এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে যেমন টিকিট রিফান্ড পাওয়ার ব্যবস্থা আছে। লোকাল ট্রেনের টিকিটও কি এমন সুবিধা আছে? উত্তর হল হ্যাঁ। আজ লোকাল ট্রেনের টিকিটেও কিভাবে রিফান্ড পাওয়া যেতে পারে সেটাই জানাবো আপনাদের।

কিভাবে লোকাল ট্রেনের টিকিট ক্যানসেল করবেন?

লম্বা দূরত্বের ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য যেমন IRCTC এর অ্যাপ রয়েছে তেমনি লোকাল ট্রেনের টিকিট বুকিংয়ের জন্যও রয়েছে নির্দিষ্ট UTS অ্যাপ। টিকিট কাউন্টারে লম্বা লাইনে না দাঁড়িয়ে সহজেই ইউটিএসের মাধ্যমে টিকিট কেটে নেওয়া যায়। আর এই অ্যাপের মাধ্যমেই টিকিটের টাকা রিফান্ডও করা যেতে পারে। কিভাবে হবে? চলুন দেখে নেওয়া সেই রিফান্ডের নিয়ম ও পদ্ধতি।

UTS অ্যাপের দ্বারা যে কেউ সর্বোচ্চ ২০০ কিমি পর্যন্ত পথের ট্রেন বুক করতে পারেন। এক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা UPI ব্যবহার করে ব্যালান্স লোড করে তা দিয়ে টিকিট কাটা যায়। সেই ট্রেন ক্যান্সেল হলে এই স্টেপ ফলো করলেই পাবেন টাকা রিফান্ড।

প্রথমেই আপনাকে UTS অ্যাপ ওপেন করে নিতে হবে। এরপর আপনাকে টিকিট ক্যানসেল অপশন সিলেক্ট করে নিতে হবে। এবার যে স্ক্রিন সামনে আসবে সেখানে যে টিকিটটি বাতিল করতে চান সেটা সিলেক্ট করলেই টিকিট ক্যানসেল হয়ে যাবে। টিকিট ক্যানসেল করার সময় একটি পপ আপ বক্স আসবে যেখানে আপনার টিকিট ক্যানসেল করার চার্জ ও বাকি কতটাকা ফেরত পাবেন সেটা দেখিয়ে দেওয়া হবে।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Rahul-Prity: কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রাহুল-প্রীতি! এইবার সামনে এল সদ্যজাতের প্রথম ছবি

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।