লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

এবারে BSNL এর ইন্টারনেটও চলবে দারুন স্পিডে, ইন্টারনেট স্পিড বাড়াতে করুন এই তিনটি কাজ

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL: চলতি মাসেই বৃদ্ধি পেয়েছে দুটি জনপ্রিয় ভারতীয় টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যানের মূল্য। যার জেরে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। কারণ এভাবে হঠাৎ করে রিচার্জ মূল্য বাড়িয়ে দেওয়ায় বিপাকে পড়েছেন প্রত্যেকেই। প্রতি মাসে এত টাকা মূল্যের রিচার্জ করা সত্যি কষ্টসাধ্য হয়ে পড়ছে সকলের কাছে।

আর সেই কারণেই অসংখ্য মানুষ ইতিমধ্যে জিও, এয়ারটেল ছেড়ে নাম লিখেছেন BSNL এ। কারণ BSNL এর রিচার্জ মূল্য যেমন সস্তা তেমন পরিষেবা ও ঠিক দেয়। হ্যাঁ জিও, এয়ারটেল-এর মতো BSNL এর পরিষেবা এত ভাল নয় কিন্তু শহরাঞ্চলে এবং অন্যান্য বিভিন্ন জায়গায় BSNL ইতিমধ্যে তাদের 4g পরিষেবা শুরু করেছে।

এছাড়াও আপনি চাইলেই আপনার ইন্টারনেট স্পিড খুব সহজেই মোবাইলের কিছু সেটিংস পরিবর্তন এর মাধ্যমে বাড়িয়ে তুলতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি সেই পদ্ধতি।

1.বিশেষজ্ঞদের মতে যদি আপনি আপনার ফোনের ইন্টারনেট স্পিড বাড়াতে চান তবে নিজের সিম কার্ডটি সবসময় প্রথম স্লটে রাখুন।

WhatsApp Group Join Now

2.সেটিংসের মধ্যে থাকা নেটওয়ার্ক সেটিংস অপশন বেছে নিতে হবে। সেখানে আবার প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ নামে আরও একটি অপশন দেখতে পাওয়া যাবে। সেখানে ক্লিক করলে 5G/4G/3G/2G (Auto) নামে যে অপশনটি দেখা যাবে। সেটি সিলেক্ট করে রাখতে হবে।

3. যদি কখনো আপনার ফোনের ইন্টারনেট স্পিড কমে যায় তাহলে একবার আপনার ফোনের ফ্লাইট মোড অন করে এক মিনিট বাদে যেটা অফ করে দিন। দেখবেন আপনার ইন্টারনেট স্পিড আবারও বেরিয়ে গিয়েছে।

এছাড়া ইন্টারনেট স্পিড ভালো পেতে হলে ফোনের স্পেসিফিকেশনও ভালো করে দেখে নিন। এছাড়া আপনার ফোনে ইন্টারনেট স্পিড কেমন সেটা নির্ভর করে আপনি কোন এলাকায় বসে ইন্টারনেট ব্যবহার করছেন তার উপরে।

আরও পড়ুনToday’s Gold Rate: ফের চড়াও সোনার মূল্য, মঙ্গলবার কেমন দাম সোনার? জেনে নিন

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।