লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Rakhi: শুধু ভাই বোনেরা নয়, স্বামী-স্ত্রী’ও পালন করেন রাখিপূর্ণিমা! ভারতের কোথায় হয় সেই উৎসব?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rakhi: আজ রাখি পূর্ণিমা (Rakhi)। ভাই বোনের প্রবিত্র এই অনুষ্ঠানে প্রত্যেক ভাই-দাদাদের হাতে মঙ্গল সুতো পরিয়ে থাকেন দিদি বোনেরা। ভাই বোনের মধুর সম্পর্ক যাতে আরও অটুট থাকে তারই প্রতীক এই উৎসব। যদিও বাংলায় রাখি পূর্ণিমা (Rakhi) উৎসবের রয়েছে আলাদাই বিশেষত্ব। ঠিক তেমনিবৈচিত্র্যময় ভারতবর্ষের এক রাজ্য থেকে আরেক রাজ্যে পা বাড়ালেই বদলে যায় খাদ্যাভ্যাস, ভাষা,পোশাক রুচি সবকিছুই। ঠিক তেমনি এই একই উৎসব দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয় বিভিন্ন রূপে।ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রাখি পূর্ণিমা (Rakhi) উৎসবকে ঘিরে রয়েছে নানান রীতি-রেওয়াজ।

ভাই বোনের সম্পর্ক অটুট কিংবা তাদের মঙ্গল কামনাই নয় এই রাখি পূর্ণিমা ঘিরে রয়েছে আরো নানান অজানা ইতিহাস। যার সাথে বিশেষ যোগ রয়েছে পৌরাণিক কাহিনীরও। প্রথমেই জানা যাক মহাভারতের কথা। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের একবার হাত কেটে গিয়েছিল। তখন নিজের শাড়ির আঁচল ছিড়ে তাঁর হাতে বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী।

তখন প্রতিদানে কিছু দিতে না পারলেও সেসময় শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বচন দিয়েছিলেন প্রতিদানে তিনি যে কোন পরিস্থিতিতে যে কোনো সময় তাকে রক্ষা করবেন। এরপর ভরা রাজসভায় দুর্যোধন দ্রৌপদীর বস্ত্রহরণ করে ঠিক তখনই ঋণশোধ করতে শ্রীকৃষ্ণ বস্ত্র দিয়ে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। এটা খানিকটা ফ্রেন্ডশিপ ব্যান্ড এর মতন হল তাই না কারণ শ্রীকৃষ্ণ ছিল দ্রৌপদীর মিত্র আর তিনি নিজের বান্ধবীকে রক্ষা করলেন।

জানলে অবাক হবেন শুধু ভাই-বোনরাই নন একজন স্ত্রীও স্বামীর হাতে এই বিশেষ দিনে রাখি পরিয়ে থাকেন। হিন্দু পুরাণের কাহিনী অনুসারে জানা যায় একবার দেবরাজ ইন্দ্র রাক্ষসদের সঙ্গে যুদ্ধে যাচ্ছিলেন। তখন তাঁর স্ত্রী ইন্দ্রাণী স্বামীর মঙ্গল কামনার জন্য দেবরাজের হাতের কব্জিতে একটি সুতো বেঁধে দিয়েছিলেন আর এই দিনটি ছিল রাখী পূর্ণিমা।

WhatsApp Group Join Now

আরও জানা যায় রাজস্থানে একজন নারী আর একজন নারীর হাতে রাখি পরিয়ে পালন করেন রাখি পূর্ণিমা। একে বলা হয় ‘লুম্বা রাখি’ রাজস্থানী শব্দ ‘লুম্বা’ কথার অর্থ হলো চুরি। প্রকৃত অর্থে নারী শক্তিকে উদযাপন করাই এই প্রথার মূল উদ্দেশ্য।একইভাবে মহারাষ্ট্রে রয়েছে নারিয়াল পূর্ণিমা।ইতিহাস সাক্ষী আছে ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন আলেকজান্ডারের স্ত্রী তার স্বামীর সুরক্ষার কথা ভেবে রাজা পুরুকে একটি রাখি পাঠিয়েছিলেন। সেই রাখি গ্রহণ করে তার সম্মান রক্ষার্থে পুরু আলেকজান্ডারকে আক্রমণ করা থেকে বিরত ছিলেন।

আরও পড়ুন: Rahul-Prity: কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রাহুল-প্রীতি! এইবার সামনে এল সদ্যজাতের প্রথম ছবি

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।