লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Aadhaar Card Update: আর মাত্র ২০ দিন! এর মধ্যে আধার আপডেট না করালে দিতে হবে টাকা! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aadhaar Card Update: বর্তমানে আধার কার্ড অতি গুরুত্বপূর্ণ নথি মূলত এটি যে কোন সাধারণ মানুষের ভারতীয় নাগরিক হওয়ার মূল পরিচয়। তাই এই নথিকে সবসময় আপডেটের রাখা খুব জরুরী। সময়মতো আধার আপডেট বা কোন আধার কার্ডের ত্রুটি সংশোধন না করলে সেটা পরবর্তীতে সমস্যার কারণ হতে পারে।

আধার কার্ড আপডেটের সময় নির্ধারিন করা হয়েছে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত দিনের মধ্যে যদি আধার আপডেট না করা হয় মাই আধার অ্যাপ থেকে। সেক্ষেত্রে টাকা দিয়ে আধার আপডেট করাতে হবে। কিভাবে নির্ধারিত সময়ের মধ্যে আধার আপডেট করতে হবে কোথা থেকে করতে হবে এবং ছুটি করার জন্য কি কি গুরুত্বপূর্ণ নথিপত্রের প্রয়োজন সেসব সম্পর্কে বিশদে জেনে নিন আজকের প্রতিবেদনে।

UIDAI-এর প্রকাশিত তথ্য অনুসারে, 14 সেপ্টেম্বর, 2024 এর পর আধারকার্ড আপডেট করলে তবে আমার আধার পোর্টালে 25 টাকা ফি দিতে হবে ৷ আধার কেন্দ্রগুলিতে গিয়ে এই আপডেটের কাজ করালে 50 টাকা দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে।

আধার কার্ড আপডেটের পদ্ধতি:

১. প্রথমে myAadhaar পোর্টালে যেতে হবে।

WhatsApp Group Join Now

২. এন্টার বিকল্পে ক্লিক করতে হবে। তারপর আধার নম্বর, ক্যাপচা কোড লিখে এবং ‘ওটিপি পাঠান’ অপশনে ক্লিক করতে হবে। আধারকার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক করা আছে সেই নম্বরে ওটিপি বা ওয়ান টাইম পাশওয়ার্ড আসবে ৷ সেটা দিতে হবে ৷

৩. ডকুমেন্ট আপডেট বিকল্পে ক্লিক করতে হবে।

৪. নির্দেশাবলী পড়ার পর Next অপশনে ক্লিক করতে হবে।

৫. নিজের বিবরণ ডিজিটালি খতিয়ে দেখার পর ‘I verify that the above details are correct’ বক্সে ক্লিক করতে হবে এবং Next অপশনে ক্লিক করতে হবে।

৬. আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের জন্য নথি আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে, তাহলে আধার কার্ড বিনামূল্যে আপডেট করা হবে। সব তথ্য ঠিক থাকলে 7দিনের মধ্যে আপডেট হয়ে যাবে আধারকার্ড ।

আধার কার্ড আপডেট এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট:
  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • প্যান কার্ড
  • ভোটার আইডি কার্ড
  • জব কার্ড
  • মার্ক সার্টিফিকেট
  • বিবাহের শংসাপত্র
  • রেশন কার্ড
ঠিকানার প্রমাণ পত্র হিসেবে নিম্নলিখিত ডকুমেন্ট গুলি ব্যবহার করা যেতে পারে:
  • ব্যাংক পাশবুক
  • বিদ্যুৎ বা গ্যাস সংযোগের রসিদ
  • পাসপোর্ট
  • বিবাহের শংসাপত্র
  • রেশন কার্ড
  • সম্পত্তি করের রসিদ

এক্ষেত্রে বলে রাখা ভালো, MyAadhaar পোর্টালে আধার আপডেট নথি বিনামূল্যে আপলোড করার শেষ তারিখ হল 14 সেপ্টেম্বর 2024। 14 সেপ্টেম্বর, 2024 এর পরে, টাকা দিয়ে পরিচয় প্রমাণ এবং ঠিকানার নথি আপডেট করতে হবে।

আরও পড়ুন: Aparajita Adhya: জন্মাষ্টমীতেই ধুমধাম করে জন্মদিন পালন বৌদির! কেক কেটে সেলিব্রেশন অপরাজিতার

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।