লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Rachna Banerjee: রচনার সুন্দরী থাকার টিপস ফাঁস করলেন কাঞ্চনা! কী এই টিপস জানেন আপনারা!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rachna Banerjee: রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) বয়স কত, সেটা বড় কথা নয়। বড় কথা হল, যতই বয়স হোক, তিনি কীভাবে নিজেকে এত সুন্দরী রেখেছেন। এর নেপথ্যে নাকি রয়েছে এক বিশেষ ধরনের জুস। জুসের নাম রচনা রেখেছেন এবিসি জুস (ABC Juice )।

অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত গেম শো দিদি নম্বর ওয়ান( Didi No 1) এ এসেছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Maitra)। রচনার সৌন্দর্যের রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিলেন তিনি। সোজা চলে গিয়েছেন পোডিয়ামের সামনে। আড়ালে রাখা একটি জুসের মগ বের করেছিলেন তিনি। সকলের সামনে সেই মগটি তুলে ধরে বলেছিলেন, এটাই হল ওঁর সৌন্দর্যের রহস্য, দেখো সবাই! কাঞ্চনা জানতে চেয়েছিলেন, রচনা এটায় তুই কী খাস! মাথায় হাত দিয়ে রচনা বলেছিলেন এবিসি জুস( ABC Juice)।

এই এবিসি জুসটা কী! তা অবশ্য ভেঙে বলেননি রচনা। অনুমান করতে শুরু করে দিয়েছিলেন কাঞ্চনা। কাঞ্চনা বলেন, এ মানে অ্যাপেল, বি…, কাঞ্চনার কথা শেষ হতে না-হতেই পাশ থেকে আর-এক প্রতিযোগী অভিনেত্রী কল্যাণী মণ্ডল (Kalyani Mandal) বলেন, বেদানা…।

রচনা কীভাবে এত সুন্দরভাবে নিজেকে ধরে রেখেছেন, তা নিয়ে কেবল তাঁর সহ-শিল্পীরা নন, কৌতূহল আমজনতারও। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলী থেকে তৃণমূলের হয়ে লড়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন রচনা বন্দোপাধ্যায়। প্রচারে বেরিয়ে তিনি বলেছিলেন, আমি হালকা মেকআপ করে যাই কারণ রোদের তাপ কম লাগে, এটাই ট্যান আটকানোর টোটকা।

আরও পড়ুন: Swapnil Kusale: কঠিন ইভেন্ট থেকে পদক আনলেন স্বপ্নিল ভারতের জন্য! কে এই স্বপ্নিল!

About Author