লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Bank Holiday List: একটানা ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ সেপ্টেম্বরে! দেখুন ছুটির দিন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank Holiday List: দেশের প্রায় প্রতিটি মানুষের রয়েছে ব্যাংক একাউন্ট। অনেকে সাবলম্বী হওয়ার আগেই খুলে ফেলেন ব্যাংক একাউন্ট। প্রতিটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি। কেবলমাত্র টাকা লেনদেন করার জন্যই নয় আরো নানান কাজে ব্যবহৃত হয় এই ব্যাংক একাউন্ট। অনেকে আবার জিরো ব্যালেন্সে একাউন্ট খুলে নিয়েছেন। প্রায় প্রতিদিন আমাদের ব্যাংকে যাওয়ার দরকার পড়ে। কেউ জান পেনশন তুলতে আবার কেউ টাকা রাখতে। তাই কোন দিন ব্যাংক খোলা আর কোন দিন বন্ধ সেটা জেনে রাখা খুবই জরুরী। অনেকেই জানেন সরকারি হোক কিংবা বেসরকারি ব্যাংক প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার থাকে বন্ধ এছাড়া রবিবার তো ছুটি থাকেই।

আগস্ট মাসে স্বাধীনতা দিবস ছাড়াও লম্বা ছিল ছুটির তালিকা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেশ কয়েকটা ছুটি ধার্য করা হয় আর সেই ছুটি ভোগ করেছিলেন ব্যাংক কর্মীরা। অনেকে হয়তো না জেনেই হয়রানির শিকার হয়েছেন। সেপ্টেম্বর মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ আর খোলা থাকবে অবশ্যই জেনে নিন। সেপ্টেম্বর মাসে ১৫ দিন বন্ধ রয়েছে ব্যাংক। সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থীর ছুটি রয়েছে এ ছাড়াও আরো ১২ দিন ছুটি রয়েছে। এর মধ্যে রয়েছে শনি এবং রবিবার।

সেপ্টেম্বরের একেবারে প্রথম দিন রবিবার তাই এদিন ছুটি দেশের সমস্ত ব্যাংক। ৪ সেপ্টেম্বর গুজরাটে শ্রীমৎ শংকর দেবের তিরোধান দিবস পালিত হয় তাই ঐদিন গুজরাটের ব্যাংকগুলি ছুটি! ৭ সেপ্টেম্বর গণেশ চতুর্থী সেই দিন দেশের বেশিরভাগ ব্যাংক বন্ধ থাকবে! ৮ সেপ্টেম্বর রবিবার তাই সাপ্তাহিক ছুটি! ১৪ সেপ্টেম্বর সপ্তাহের দ্বিতীয় শনিবার সেদিন আবার ছুটি! ১৫ সেপ্টেম্বর রবিবার তাই সাপ্তাহিক ছুটি! ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদ গোটা দেশজুড়ে থাকছে ব্যাংক বন্ধ! ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো পুজো তো প্রায় এসেই গেল তাই এটা পুজোর আগাম ছুটি!

১৮ সেপ্টেম্বর শ্রী নারায়ণ জয়ন্তী তাই এই দিন কেরালায় বন্ধ থাকবে ব্যাংক! আবার ওই একই দিনে রয়েছে পাংলা হাব যেটি পালিত হয় গ্যাংটকে।২০ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী এই দিন গোটা দেশে বন্ধ থাকবে ব্যাংক! ২১ সেপ্টেম্বর শ্রী নারায়ণগুরু সমাধি দিবস এই দিন কেরালায় বন্ধ থাকবে ব্যাংক।! ২২ সেপ্টেম্বর রবিবার তাই গোটা দেশে ব্যাংক বন্ধ! ২৩ সেপ্টেম্বর মহারাজা হরি সিং জয়ন্তী এই দিন জম্বুর সমস্ত ব্যাংক শার্ট ডাউন! ২৮ সেপ্টেম্বর মাসে চতুর্থ শনিবার তাই ব্যাংক বন্ধ। ২৯ শে সেপ্টেম্বর রবিবার স্বাভাবিকভাবেই বন্ধ থাকতে ব্যাংক। সেপ্টেম্বর মাসে এভাবেই পরপর থাকতে ব্যাংক বন্ধ। আপনি যদি একজন ব্যাংক কর্মচারী হয়ে থাকেন তবে সোনায় সোহাগা। আগস্টের মতন ছুটি উপভোগ করুন এই মাসেও।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: NBSTC- এর বাসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতেই দার্জিলিং ভ্রমণ করুন মাত্র ১৪৩ টাকায়

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।