লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Weather Update: বিকেলে আরও বাড়বে বৃষ্টির তীব্রতা, ভাসবে এইসব জেলা! কী বলছে হওয়া অফিস?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Weather Update: নিম্নচাপের জেরে বৃষ্টি যেনো পিছু ছেড়েও ছাড়ছেনা। নিম্নচাপ এখন নেই তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় চলছে এক নাগাড়ে বৃষ্টি। উৎসবের মরশুমে সাজছে শহর কিন্তু বৃষ্টির এই কালো ছায়া ভয় ধরাচ্ছে বাঙালির মনে। পশ্চিমবঙ্গের উত্তর – দক্ষিণ উভয়ের বিভিন্ন জেলায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে পুজোতেও কি ভাসবে বাংলা? কি বলছে আবহাওয়া দপ্তর?

খবর অনুযায়ী বৃহস্পতিবার সারাদিনই একাধিক জেলায় ভারী বৃষ্টি চলবে। দক্ষিণের প্রায় সব জেলাতেই অবিরাম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি থাকছে। এছাড়াও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও প্রায় একই রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

জানা যাচ্ছে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ বঙ্গে চলতে পারে বৃষ্টির চোখ রাঙানি। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরএর কিছু জায়গায় ৭০ – ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে জানা যাচ্ছে শুক্রবার ও আবহাওয়ার বিশেষ তফাৎ পাওয়া না গেলেও ওইদিন বিকেলে থেকে কমতে থাকবে বৃষ্টির তীব্রতা।

গত বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু জায়গায়। প্রথমে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও পরে তা এক নাগাড়ে হতে থাকে। বৃহস্পতিবার সেই পরিমাণ আরও বাড়ে। বাদ নেই কলকাতাও। আগামী দুই দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্মুখীন হবে কলকাতা। শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তর বঙেও থাকবে তুমুল বৃষ্টির সম্ভাবনা। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরও সম্মুখীন হবে আরও ভারী বৃষ্টির। জারি থাকছে সতর্কতা।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: RG Kar Case: তিলোত্তমার জন্য বিনা পারিশ্রমিকে লড়বেন আইনজীবী, বিচারের পথে পারিশ্রমিক মাত্র “মনুষত্ব”

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।