লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Monsoon Skin Care: বর্ষাকালে এই কয়েকটি টিপস ফলো করলেই আপনার ত্বক থাকবে সুস্থ, উজ্জ্বল

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Monsoon Skin Care: সারা বছরই ত্বকের যত্ন নেওয়াটা প্রত্যেকের জন্যই ভীষণ উপকারী। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। বর্ষাকালে তো বিশেষ করে ত্বক এবং চুলের নানান রকম সমস্যা দেখা দেয়। চুল ঝরে পড়ার সমস্যা তো রয়েছেই এছাড়াও ত্বকের নানান রকম সমস্যা বর্ষাকালে হতে পারে।

তাই কিছু টিপস মেনে চললেই বর্ষাকালে আপনার ত্বক থাকবে উজ্জল এবং সতেজ। চলুন তাহলে আজকের প্রতিবেদনে আপনাদের সাথে বর্ষাকালে ত্বকের যত্ন নেওয়ার কিছু টিপস শেয়ার করে নেওয়া যাক। বিশেষজ্ঞদের মতে বর্ষাকালে ত্বকের বেশি যত্ন নেওয়া উচিত। তাই ডাক্তারের পরামর্শ মেনে এখনই নিজের ত্বকের যত্ন শুরু করুন।

১.ত্বকের যত্ন নেওয়ার প্রথম ধাপ হলো ক্লিনজার। আপনার ত্বকের ধরন অনুযায়ী আপনি ক্লিনজার ব্যবহার করুন। সারাদিনে অন্তত দুবার ক্লিনজার দিয়ে আপনার মুখ পরিষ্কার করুন। এতে সারা দিনের জমে থাকা ধুলো ময়লা সব বেরিয়ে যাবে।

২.বর্ষাকালে অবশ্যই ফেসওয়াশের পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ময়েশ্চারাইজার ব্যবহারের ফলে ত্বক নরম থাকে, মসৃণ থাকে।

WhatsApp Group Join Now

৩.সারা বছর সানস্ক্রিন ব্যবহার করুন। অনেকেই ভাবেন বর্ষাকালে রোদ সেরকম ভাবে থাকে না বলে সানস্ক্রিনের প্রয়োজন নেই। তবে সানস্ক্রিন আপনার ত্বকের জন্য সারা বছর দরকার। কারণ সূর্যের তাপ সেরকম ভাবে না থাকলেও সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি সারাক্ষণ থাকছে। তাই অতি অবশ্যই রোদে বেরোনোর আগে সানস্ক্রিন ব্যবহার করুন।

৪.ত্বক টানটান রাখতে বরফ ঘষুন। তার আগে নিজের ত্বক ভালো করে পরিষ্কার করে নিন।

বি দ্রঃ যেকোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে ডাক্তারের সঙ্গে হতে অবশ্যই পরামর্শ করে নেবেন।

আরও পড়ুন: Parineeta Teaser: হইচইতে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা, দেখা যাবে দেবচন্দ্রিমা এবং গৌরব কে

 

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।