লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

LIC Scheme: বিনিয়োগ করুন এলআইসির এই স্কিমে! মাত্র ৪০ বছর বয়সে অবসর নিলেও মিলবে মাসিক পেনশন!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LIC Scheme: জীবন বিমার ক্ষেত্রে আজও সাধারণ মানুষ চোখ বন্ধ করে ভরসা করে এলআইসি-এর উপর। এটি দেশের অন্যতম বৃহৎ বিমা সংস্থা যা বছরের পর বছর ধরে মানুষকে ভরসা দিয়ে আসছে। এলআইসিতে বিভিন্ন ধরনের পলিসি আছে। এর মধ্যে নিজের সামর্থ্য অনুসারে মানুষ তার পছন্দ মতো যেকোন পলিসি বেছে নেন। এলআইসির বিভিন্ন স্কিমে (LIC Scheme) বিনিয়োগ করে মেয়াদপূর্তিতে বেশ ভালো রিটার্নও পেয়ে থাকেন সাধারণ মানুষ। এলআইসির জনপ্রিয় কিছু স্কিমের মধ্যে একটি আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে। এই স্কিমে বিনিয়োগ করলে মাত্র ৪০ বছর বয়সে অবসর নিলেও মাসে মাসে মিলবে পেনশনের সুবিধাও। জেনে নিন বিস্তারিত।

এটি হলো এলআইসির সরল পেনশন যোজনা। গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই যোজনা। আসলে এটি একটি ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান। কোনো গ্রাহক এই স্কিমে (LIC Scheme) সঞ্চয় করলে মাসে মাসে তিনি পেনশন পাবেন। তবে এর জন্য তাঁকে মাসে মাসে কোন টাকা দিতে হবে না।

আরও পড়ুন: Summer Vacation Update: এখনই খুলছে না স্কুল! আবারও বাড়তে পারে গরমের ছুটি! কী জানাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ?

জেনে নিন, এই স্কিমে (LIC Scheme) বিনিয়োগের ক্ষেত্রে বয়সসীমা কত হওয়া দরকার?

৪০ থেকে ৮০ বছর বয়সী যেকোন ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। এলআইসির এই বিশেষ পলিসিতে গ্রাহকদের মাত্র একবারই প্রিমিয়াম দিতে হবে। পলিসি নেওয়ার সময় থেকেই পেনশন পেতে পাবেন গ্রাহকরা। তবে পলিসি হোল্ডাররা চাইলে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক ভিত্তিতেও পেনশন নিতে পারবেন। যদি কোনো ব্যক্তি ৬০ বছরের আগেই পেনশন নিতে চান তবে এই স্কিমের মাধ্যমে তিনি এই সুবিধা পাবেন। কেউ পেনশন পেতে চাইলে নূন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করতে হবে। আর ১০০০ টাকা পেনশন পাওয়ার জন্য একসঙ্গে ২.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। তবে এখানে সর্বোচ্চ বিনিয়োগের বয়সসীমায় কোনো বাধা নেই।

জানুন, এই স্কিমের নিয়ম সম্পর্কে:

৪০ বছর বয়সী কোনো ব্যক্তি এই স্কিমে এককালীন ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ১২,৩৮৮ টাকা পেনশন পাবেন।

WhatsApp Group Join Now

এই পলিসি জয়েন্ট কিংবা সিঙ্গেলও করা যেতে পারে। যদি কোনো ব্যক্তি এলআইসির এই পলিসিটি জয়েন্ট পলিসি করেন তাহলে স্বামী কিংবা স্ত্রী একজনের মৃত্যু হলে অপরজন সেই পেনশন পাবেন।

আর কোনো কারনে দুজনেরই মৃত্যু হলে যিনি নমিনি থাকবেন তিনি বিনিয়োগের সমস্ত অর্থ লাভ করবেন।

উপরিক্ত নিবন্ধটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে লিখিত। কোনোভাবেই কাউকে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করে না। কোনো খাতে বিনিয়োগ করার ক্ষেত্রে নিজেস্ব চিন্তা-ভাবনা, গবেষণা এবং বাজারগত ঝুঁকি নেওয়ার সহনশীলতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।