লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Stryder Bikes ETB 100: সাধ্যের মধ্যে সাধ পূরণ করছে টাটা কোম্পানি, বাজারে এলো নতুন ইলেকট্রিক সাইকেল

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Stryder Bikes ETB 100: বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটার, মোটরসাইকেল এবং সাইকেল গুলি যেভাবে বাজার দখল করে রয়েছে তাতে করে আর কয়েক বছর পরে তো পেট্রোল, ডিজেল চালিত বাইক স্কুটার উঠেই যাবে বাজার থেকে। কারণ পেট্রোল বাইক প্রথমত ভীষণই খরচা সাপেক্ষ হয়ে উঠছে দিনে দিনে এবং দ্বিতীয়ত এটি পরিবেশের পক্ষেও ভালো নয়। যার কারণে ইলেকট্রিক বাইক, স্কুটার, সাইকেলের দিকেই আকৃষ্ট হচ্ছেন গ্রাহকরা।

আর গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন কোম্পানি প্রতিদিনই নিত্যনতুন ইলেকট্রিক চালিত বাইক, স্কুটার নিয়ে আসছে বাজারে। বর্তমানে বাজারে অনেক কোম্পানির ইলেকট্রিক সাইকেল রয়েছে। আপনি যদি নিজের জন্য একটি শক্তিশালী, টেকসই এবং উচ্চ রেঞ্জের ইলেকট্রিক সাইকেল কিনতে চান তাহলে Tata-র Stryder Bikes এই সময়ে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। বিশেষ বিষয় হল এই ইলেকট্রিক সাইকেলগুলিতে 20% থেকে 50% পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি। আজ আমরা আপনাদের খোঁজ দেবো Stryder Bikes ETB 100 ইলেকট্রিক সাইকেলটির।

Stryder Bikes ETB 100:

এই ইলেকট্রিক সাইকেলটি Tata-র নিজস্ব ব্র্যান্ড Stryder Bikes-এর Stryder Bikes ETB 100। এই মডেলগুলিতে 10Ah ক্ষমতার লিথিয়াম আয়ন অপসারণযোগ্য ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যা মাত্র 1 ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে ইলেকট্রিক সাইকেলটি 100 থেকে 150 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এতে 250 ওয়াটের একটি BLDC ইলেকট্রিক মোটর রয়েছে। এই ইলেকট্রিক সাইকেলটি প্রতি ঘণ্টায় 25 কিলোমিটার বেগে যেতে পারে। এছাড়াও এই ইলেকট্রিক সাইকেলে পাঁচটি ভিন্ন রাইডিং মোড দেওয়া হয়েছে।

এতে আপনারা টিউবলেস টায়ারের নতুন লাইন দেখতে পাবেন। এছাড়াও হেডলাইট, হর্ন, ইউএসবি চার্জিং পোর্ট, এলইডি ডিসপ্লে ইত্যাদির মতো অনেক দুর্দান্ত ফিচার্স পাবেন। মার্কেটে Stryder Bikes ETB 100 ইলেকট্রিক সাইকেল কিনতে হলে, এতে 20% থেকে 50% ছাড় পেতে পারেন। বর্তমানে এই ইলেকট্রিক সাইকেলটির দাম 38,000 টাকা। তবে ছাড়ের পরে, আপনি এটি 19,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে পেয়ে যাবেন।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Sumana Chakraborty: কাপিল শর্মা শো থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে সুমনাকে? এবার মুখ খুললেন সুমনা চক্রবর্তী

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।