লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Nil Sasthi 2024: নীল ষষ্ঠীর দিন শিবের আশীর্বাদ পেতে অবশ্যই পালন করুন এই নিয়মগুলি; জেনে নিন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Nil Sasthi 2024: আগামী ১২ এপ্রিল নীলষষ্ঠী। এইদিন শিব ও পার্বতী দুজনকেই পুজো করা হয়। নীলষষ্ঠীর ব্রত খুব নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়। সাধারণত মায়েরা নিজের সন্তানের মঙ্গলকামনায় ও দীর্ঘায়ুর জন্য এই ব্রত পালন করেন। এদিন মহাদেবকে তুষ্ট করার বিশেষ রীতি আছে। যদিও ভক্তের ডাকে সহজেই তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। এবার জেনে নিন কি কি আবশ্যক সামগ্রী লাগে এই নীলষষ্ঠীর তথা মহাদেবের পুজোয়।

Nil Sasthi 2024
Nil Sasthi 2024

Nil Sasthi 2024 Puja:

১. মহাদেবের পুজোর বেল পাতা থাকা আবশ্যক।
২. এদিন নিয়মমাফিক শিবকে ৫ টি ফল নিবেদন করতেই হয়। যার মধ্যে অবশ্যই থাকবে ডাব, বেল, শশা সহ নানা ফল।
৩. এছাড়াও শিবকে নিবেদন করতে হবে আতপচাল, চন্দন, সুগন্ধি।
৪. এদিন ঘি, দুধ, দই, সিদ্ধিপাতা ইত্যাদি মিশিয়ে শিবের অভিষেকের জল প্রস্তুত করতে হয়।
৫. সাধারণত নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধেয় পুজো দিয়ে জল খেতে হয়। তবে শরীরকে কষ্ট দিয়ে কিছু না করায় ভালো।
৬. এদিন শিবের মাথায় ডাবের জলও নিবেদন করা যেতে পারে।
৭. এদিন সন্তানের মঙ্গলকামনায় মা ষষ্ঠীকে পুজো নিবেদন করার পাশাপাশি মহাদেবকেও নিষ্ঠার সাথে পুজো নিবেদন করতে হয়।

Nil Sasthi 2024
Nil Sasthi 2024

মহাদেবকে তুষ্ট করার নিয়ম (Nil Sasthi 2024 Puja Must Remember):

  • শিবলিঙ্গে যে বেলপাতা অর্পণ করার বেলপত্রের তিনটি পাতাই অক্ষত থাকা আবশ্যক।
  • পাতার মসৃণ দিকটি শিবলিঙ্গকে স্পর্শ করে থাকতে হবে।
  • এদিন শিবকে অর্পণ করা যাতে পারে নীল অপরাজিতা।
  • এছাড়া ধুতুরা, আকন্দ, জুই, ইত্যাদি ফুলও নিবেদন করা যেতে পারে।
  • শিবপুজোয় নিষিদ্ধ কদম, কেতকী।
  • পুজোর সময় কালো কাপড় পরা উচিত নয়।
  • শিবের পুজোয় ভাঙা চাল নিবেদন করা যাবে না।
  • শিবের পুজোয় তুলসি পাতা অর্পণ করা যাবে না।
  • শিবকে নারকেল নিবেদন করা যাতে পারে , তবে শিবলিঙ্গে নারকেলের জল ঢালা যাবে না।

বি.দ্র – এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে।সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য পরামর্শও দেয় না।

আরও পড়ুন: Rachna Banerjee: বিলাসবহুল জীবনযাপন, ‘দিদি নাম্বার ওয়ান’ থেকে রচনার আয় কত জানুন!

WhatsApp Group Join Now
About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment