লেটেস্ট খবর বিনোদন অফবিট রাশিফল পশ্চিমবঙ্গ ভারত খেলা চাকরি টাকা পয়সা টেক আবহাওয়া পলিসি

Ration Card Rules: রেশন পরিষেবায় নয়া নিয়ম জারি সরকারের; না জানলে পাবেন না রেশন সামগ্রী! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ration Card Rules 2025: বর্তমান সময়ে প্রতিটি মধ্যবিত্ত পরিবারের কাছে রেশন কার্ডের গুরুত্ব অপরিসীম। এখনও পর্যন্ত যে সকল পরিবার দারিদ্র সীমার নিচে বসবাস করে তাঁরা প্রতি মাসে সরকারের থেকে কিছু টাকার বিনিময়ে অথবা একদম বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন। তবে মাঝেমধ্যেই এই রেশন ব্যবস্থায় দুর্নীতি লক্ষ করা যায়। তাই এই বণ্টন ব্যবস্থাকে স্বচ্ছ রাখতে সরকারের তরফে কিছু নয়া নিয়ম (Ration Card Rules 2025) জারি করা হয়েছে। এখন থেকে যা রেশন কার্ড ধারকদের মেনে চলা বাধ্যতামূলক। আজকের প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

রেশন কার্ড নিয়ম ২০২৫ (Ration Card Rules 2025):

রেশন বণ্টন ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করার ক্ষেত্রে, কেন্দ্রীয় সরকারের তরফে নতুন রেশন কার্ড নিয়ম ২০২৫ বাস্তবায়ন করা হয়েছে। যোগ্য সকল মানুষ যাতে এই ব্যবস্থার দ্বারা উপকৃত হন এবং রেশন কার্ড-এর সুবিধা পান সেই কারণেই এই নতুন নিয়ম জারি করা হয়েছে। বর্তমানে রেশন কার্ড রয়েছে এমন ব্যক্তিদের নিরবচ্ছিন্ন পরিষেবা বজায় রাখতে সংশোধিত নির্দেশিকা অনুসরণ করতে হবে। তাছাড়া, রেশন কার্ড ই-কেওয়াইসি ২০২৫ বর্তমানে বাধ্যতামূলক করা হয়েছে যা এই রেশন পরিষেবা অব্যাহত রাখতে অবশ্যই করতে হবে। সরকার রেশন কার্ড নিয়ম ২০২৫ (Ration Card Rules 2025) যা বাস্তবায়ন করেছে তাতে নিম্ন আয়ের ব্যক্তিদের দক্ষতা এবং সুবিধা আরও বৃদ্ধি পাবে। মূলত রেশন ভোক্তাদের আয়ের স্তর অনুসারে রেশন কার্ডের বিভাগ নির্ধারণ করা হয়।।

জেনে নিন , কারা রেশন কার্ডের সুবিধা পাবেন?

  1. সর্বপ্রথম ভারতীয় নাগরিক হতে হবে।
  2. রাজ্য এবং কার্ডের ধরণ (AAY, BPL, এবং APL) এর আয়ের ভিত্তিতে আলাদা।
  3. দারিদ্র্যসীমার (BPL) নিচে থাকা পরিবারগুলির জন্য ভর্তুকিযুক্ত রেশন কার্ড দেওয়া হবে।
  4. অন্ত্যোদয় অন্ন যোজনা অর্থাৎ (AAY) কার্ডগুলি সবচেয়ে নিম্ন আয়ের পরিবারের জন্য তৈরি।
  5. যেসব পরিবার দারিদ্র্যসীমার উপরে আছে তবুও সুবিধা খুঁজছে তাঁরা APL কার্ডের যোগ্য।
  6. নবদম্পতিরা দ্বিতীয় রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

জেনে নিন, রেশন কার্ড-এর eKYC নিয়ম কি?

  • জাল রেশন কার্ড বাতিল করতে ই-কেওয়াইসি পদ্ধতি ব্যবহার করা হবে সরকারের তরফে। মূলত ই-কেওয়াইসি- এর মাধ্যমে জানা যাবে কোন ভোক্তারা রেশন পরিষেবার যোগ্য।
  • জেনে নিন, রেশন কার্ড ই-কেওয়াইসি ২০২৫ কীভাবে করবেন।
  • এর জন্য প্রথমে রাজ্য সরকারের অফিসিয়াল রেশন কার্ড বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS) ওয়েবসাইটে যেতে হবে।
  • লগ ইন করতে নিজের নিবন্ধিত লগইন তথ্য ব্যবহার করতে হবে অথবা নিজের ইমেল আইডি এবং মোবাইল নম্বরের মতো প্রাথমিক তথ্য এন্ট্রি করে নিবন্ধন করতে হবে।
  • এরপর ই-কেওয়াইসি অপশনে যেতে হবে, যা সাধারণত হোমপেজে “রেশন কার্ড পরিষেবা” বা “আপডেট বিবরণ” বিভাগের অধীনে থাকবে।
  • এরপর প্রার্থীদের তাদের আধার নম্বর লিখতে হবে।
  • নিবন্ধিত নম্বরে একটি OTP আসবে এবং যাচাইকরণের জন্য সেই OTP পূরণ করতে হবে।
  • এরপর e-KYC সফলভাবে সম্পন্ন হবে এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য একটি স্ক্রিনশট নিতে হবে।

আরও পড়ুন: Rani Laxmi Bai Scooty Yojana: রাজ্যে চালু রানী লক্ষ্মীবাই স্কুটি প্রকল্প, শিক্ষার্থীদের স্কুটি উপহার দিচ্ছে সরকার

About Author