লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

August Rules: আগামী মাস থেকে বড় কিছু নিয়মের পরিবর্তন করা হল সরকারের পক্ষ থেকে, জেনে নিন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

August Rules: বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলি প্রতি মাসেই তাদের বেশ কিছু নিয়ম পরিবর্তন করে থাকে। আবার বেশ কিছু নতুন নিয়ম চালু হয় নতুন মাসের শুরুতে। তেমনি আর মাত্র কয়েকদিন পরে শুরু হবে অগাস্ট মাস। আর এই অগাস্ট মাসে বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। তাই মাস শুরু হওয়ার আগে জেনে নিন কি কি নতুন নিয়ম চালু হতে চলেছে। তিনটি নিয়ম পরিবর্তন হতে চলেছে আগামী মাসে। তিনটি নিয়মের মধ্যে দুটি বড় এবং একটি সাধারণ। চলুন জেনে নেওয়া যাক কি কি সেই নিয়ম।

প্রত্যেক মাসের শুরুতেই দেখা যায় যে সকল নিয়মে বদল আসে তার মধ্যে কখনো ক্রেডিট কার্ড থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কেনাকাটায় বাড়তি চার্জ বসানো হয় অথবা চার্জ সরিয়ে দেওয়া হয়। আবার কখনও ব্যাংক বা রান্নার গ্যাস সংক্রান্ত নিয়মের পরিবর্তন করা হয়ে থাকে।

১) সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, আগস্ট মাসে রান্নার গ্যাসের দামের ক্ষেত্রে বদল আসতে পারে। এমনটাই আশা করা হচ্ছে। কেননা প্রতিমাসের শুরুতেই রান্নার গ্যাসের নতুন দাম ধার্য করা হয়। এক্ষেত্রে আগস্ট মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে বদল আসতে পারে বলেই আশা করা হচ্ছে। যদিও ঘরোয়া রান্নার গ্যাস অর্থাৎ ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দামের কোনো পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত থেকে।

৩) যে সমস্ত গ্রাহকরা এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের একটি ক্ষেত্রে বেশি খরচ হবে। অনেক এইচডিএফসি ব্যাংকের গ্রাহক রয়েছেন যারা থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ যেমন ক্রেড, ফ্রিচার্জ, মোবিকুইক ইত্যাদির মাধ্যমে ক্রেডিট কার্ড থেকে ভাড়া দিয়ে থাকেন। এই সকল গ্রাহকদের থেকে এবার এক শতাংশ বাড়তি চার্জ নেওয়া হবে। সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত চার্জকাটা হতে পারে। অন্যদিকে ১৫ হাজার টাকার বেশি জ্বালানির বিল মেটানোর ক্ষেত্রে ১% টাকা কাটা হবে। এক্ষেত্রেও সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত কাটা হতে পারে।

WhatsApp Group Join Now

৩) আগামী আগস্ট মাসেই গুগল নতুন নিয়ম চালু করতে চলেছে। তাদের গুগল ম্যাপের পরিষেবা আগস্ট মাস থেকে ভারতীয়দের জন্য সস্তা করে দিচ্ছে। এবার সংস্থার তরফ থেকে ৭০ শতাংশ চার্জ কমানোর ঘোষণা করেছে। এছাড়াও গুগল ম্যাপ সংক্রান্ত বিভিন্ন পরিসেবা উপভোগ করার পর ভারতীয়দের পেমেন্টের জন্য আর ডলার ব্যবহার করতে হবে না, এবার ভারতীয় রুপি অনুযায়ী পেমেন্ট হবে।

আরও পড়ুন: BSNL: জিওর পাল্টা মার? হাজার হাজার কোটি কামাচ্ছে বিএসএনএল! গ্রাহকদের লাভ হবে?

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।