Ekchokho.com 🇮🇳

Madhyamik Pass Number, Grade & Division: কত নম্বরে পাশ মাধ্যমিকে! Star বা letter মার্কস কত নম্বরে? জানুন বিস্তারিত

শিক্ষার্থীদের কাছে স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো মাধ্যমিক (Madhyamik)। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হয় ছাত্র-ছাত্রীদের জীবনে। মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার নম্বর ভবিষ্যতের প্রতি পদে দরকার পড়বে শিক্ষার্থীদের তা সে উচ্চমাধ্যমিকের ভর্তি হোক বা যে কোনো স্কলারশিপ, চাকরি পাওয়ার ক্ষেত্রে। আজকের প্রতিবেদনে জেনে নিন মাধ্যমিকে পাশের জন্য ন্যূনতম ...

Published on:

Madhyamik Pass Number, Grade & Division

শিক্ষার্থীদের কাছে স্কুল জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো মাধ্যমিক (Madhyamik)। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হয় ছাত্র-ছাত্রীদের জীবনে। মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার নম্বর ভবিষ্যতের প্রতি পদে দরকার পড়বে শিক্ষার্থীদের তা সে উচ্চমাধ্যমিকের ভর্তি হোক বা যে কোনো স্কলারশিপ, চাকরি পাওয়ার ক্ষেত্রে। আজকের প্রতিবেদনে জেনে নিন মাধ্যমিকে পাশের জন্য ন্যূনতম কত নম্বর প্রয়োজন (লিখিত এবং প্রজেক্ট) এবং নতুন নিয়মে কত নম্বর পেলে কোন গ্রেড বা ডিভিশন হবে (Madhyamik Pass Number, Grade & Division)।

মাধ্যমিক পরীক্ষার পাশ নম্বর ও গ্রেড: (Madhyamik Pass Number, Grade & Division)

মাধ্যমিকে (Madhyamik) মোট বিষয় ৭টি। ৭টি বিষয়ের মোট পূর্ণমান হল ১০০ নম্বর অর্থাৎ সব বিষয় মিলিয়ে মোট ৭০০। মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের নম্বর দুটি ভাগে বিভক্ত; একটি হল লিখিত (Written Paper) যার পূর্ণমান ৯০ এবং প্রজেক্ট বা প্রকল্প (Project) যার মান ১০, এভাবে প্রতিটি বিষয়ের পূর্ণিমান মোট ১০০। পাশ মার্কসের জন্য শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে ২৫% নম্বর পেতে হবে। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে গ্রেডগুলি হলো
AA, A+, A, B+, B, C+, C, D। স্টার নম্বর পাওয়ার জন্য শিক্ষার্থীদের গড়ে ৭০০ নম্বরের মধ্যে ৫২৫ বা তার বেশি পেতে হবে। লেটার পাওয়ার জন্য নির্দিষ্ট বিষয়ে ৮০%- এর বেশি নম্বর পেতে হবে। ডিভিশন ভাগ হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হিসাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাধ্যমিকের প্রতিটি বিষয়ের পাস নম্বর হল ২৫ অর্থাৎ ছাত্র-ছাত্রীদের মাধ্যমিকে পাস করার জন্য প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে ২৫ বা তার বেশি নম্বর পেতে হবে। যদি কোন ছাত্র বা ছাত্রীর মাধ্যমিকের কোন একটি বিষয়ের নম্বর ২৫ এর নিচে থাকে বা সেই শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকে তবে তাঁকে অকৃতকার্য (Fail) হিসেবে গণ্য করা হবে।

বর্তমানে প্রশ্ন কাঠামো এবং প্রশ্নের MCQ ধরণের জন্য ছাত্র-ছাত্রীরা কেউ ফেল করে না, খাতায় সঠিক লিখে আসতে পারলে, 1/2/5 নম্বর Grace Marks দিয়ে বোর্ডের তরফে পাস করিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

জানুন, মাধ্যমিকে কত নম্বরে কোন গ্রেড বা ডিভিশন দেওয়া হয়?

নতুন সিলেবাসে নতুন নিয়মে সম্পূর্ণ রেজাল্ট গ্রেড হিসেবে (Grade) দেওয়া হয়। ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকে কত নম্বর পেলে কোন গ্রেড পাবে তা নিম্নলিখিত তালিকার দ্বারা প্রকাশ করা হলো:

মাধ্যমিক পরীক্ষার গ্রেড ও নম্বর বিভাজন:

প্রাপ্ত নম্বর (Marks)গ্রেড (Grade)পারফরম্যান্স (Performance)
৯০-১০০AAOutstanding (অসামান্য)
৮০-৮৯A+Excellent (চমৎকার)
৬০-৭৯AVery Good (খুব ভালো)
৪৫-৫৯B+Good (ভালো)
৩৫-৪৪BSatisfactory (সন্তোষজনক)
২৫-৩৪CMarginal (প্রান্তিক)
২৫-এর কমDDisqualified (অযোগ্য)

বিষয়ভিত্তিক গ্রেড (Subject Grade):

উপরিউক্ত তালিকার স্কেল হিসাবে প্রত্যেকটি বিষয়ের প্রজেক্ট এবং লিখিত পরীক্ষার নম্বর যোগ করে একশোর মধ্যে সেই বিষয়ের গ্রেড প্রদান করা হয় অর্থাৎ কেউ যদি অঙ্কেতে লিখিত ৯০ এর মধ্যে ৭৫ পাই, এবং প্রজেক্টে ১০-এর মধ্যে ১০, পায় তবে অংক বিষয়ে তার নম্বর: ৮৫, সেক্ষেত্রে তার গ্রেড হবে A+।

সামগ্রিক গ্রেড (Overall Grade):

শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় ৭০০-এর মধ্যে যা নম্বর পাবে তাকে ৭ দ্বারা ভাগ করলে যে নম্বর হয়, তাকে গ্রেডে রূপান্তরিত করলে তাকে সামগ্রিক গ্রেড বা Overall Grade বলা হয়।

উদাহরণস্বরুপ, কোনো পরীক্ষার্থী যদি মাধ্যমিক পরীক্ষায় ৭০০ এর মধ্যে ৫৬০ পায়, তবে ৫৬০ কে ৭ দিয়ে ভাগ করলে ৮০; অর্থাৎ তার সামগ্রিক গ্রেড (Overall Grade) হবে A+; একইভাবে কোন পরীক্ষার্থী যদি মাধ্যমিকে ৬২৭ নম্বর পায় তবে তার গ্রেড হবে AA।

স্টার মার্কস এবং লেটার মার্কসের (Star & Letter Marks) ক্ষেত্রে নিয়মাবলী:

স্টার মার্কস (Star Marks) পাওয়ার জন্য শিক্ষার্থীদের ৭৫ শতাংশের বেশি নম্বর পেতে হবে। মোট ৭০০ নম্বরের মধ্যে ৫২৫ বা তার বেশি নম্বর প্রয়োজন। তবে প্রতিটি বিষয়ে 75% না থাকলেও হবে। মোট নম্বরের 75%-থাকলেই হবে কোনো বিষয়ে বেশি বা কোনো বিষয়ে কম হলেও অসুবিধা নেই। লেটার মার্কস (Letter Marks) পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো বিষয়ে ৮০%-এর বেশি নম্বর থাকতে হবে।

মার্কের ধরন (Type)শর্ত (Requirement)বিবরণ (Details)
স্টার মার্কস (Star Marks)মোট ৭৫% বা তার বেশি৫২৫/৭০০ বা তার বেশি
লেটার মার্কস (Letter Marks)নির্দিষ্ট বিষয়ে ৮০% বা তার বেশিএক বা একাধিক বিষয়ে

জেনে নিন, মাধ্যমিকে ডিভিশন কীভাবে (Madhyamik Division) নির্ধারিত হয়?

মধ্যশিক্ষা পর্ষদের পুরাতন সিলেবাসে এই ডিভিশন নিয়মে রেজাল্ট প্রকাশ করা হলেও নতুন সিলেবাসে এটির কোনো অস্তিত্ব নেই। তবু আজও গ্রামগঞ্জে বা শহরেও, রেজাল্ট জানার জন্য সচরাচর এটি ব্যবহার করা হয়।

ডিভিশন (Division)প্রাপ্ত নম্বর (Marks)শতাংশ (Percentage)
প্রথম বিভাগ (First Division)৪২০ বা তার বেশি (৬০%-১০০%)৬০% বা তার বেশি
দ্বিতীয় বিভাগ (Second Division)৩১৫-৪১৯৪৫%-৫৯%
তৃতীয় বিভাগ (Third Division)১৭৫-৩১৪২৫%-৪৪%
ফেল (Fail)১৭৫ এর নিচে২৫%-এর নিচে

FAQ সেকশন:

প্রশ্ন ১: মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam)পাশ করতে ন্যূনতম কত নম্বর প্রয়োজন?
উত্তর: মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে লিখিত এবং প্রজেক্ট মিলিয়ে ২৫% নম্বর প্রাপ্ত হলে পাশ করা যাবে। অর্থাৎ, ১০০ নম্বরের মধ্যে অন্তত ২৫ নম্বর পেতে হবে।

প্রশ্ন ২: স্টার মার্কস (Star Marks) পাওয়ার জন্য কত নম্বর দরকার?
উত্তর: মাধ্যমিকে স্টার মার্কস পাওয়ার জন্য ৭০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৫২৫ বা তার বেশি নম্বর থাকতে হবে, অর্থাৎ মোট নম্বরের ৭৫%।

প্রশ্ন ৩: লেটার মার্কস (Letter Marks) পেতে হলে কী শর্ত আছে?
উত্তর: নির্দিষ্ট কোনো বিষয়ে ৮০% বা তার বেশি নম্বর পেলে সেই বিষয়ে লেটার মার্কস পাওয়া যায়।

প্রশ্ন ৪: মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam) গ্রেড কীভাবে নির্ধারিত হয়?
উত্তর: প্রতিটি বিষয়ে লিখিত এবং প্রজেক্টের নম্বর যোগ করে ১০০-এর মধ্যে গ্রেড নির্ধারণ করা হয়। সামগ্রিক গ্রেডের জন্য মোট নম্বরকে ৭ দ্বারা ভাগ করে গ্রেড নির্ধারণ করা হয়।

প্রশ্ন ৫: মাধ্যমিকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ (Division) কত নম্বরে হয়?
উত্তর:

  • প্রথম বিভাগ: ৬০% বা তার বেশি (৪২০+ নম্বর)

  • দ্বিতীয় বিভাগ: ৪৫-৫৯% (৩১৫-৪১৯ নম্বর)

  • তৃতীয় বিভাগ: ২৫-৪৪% (১৭৫-৩১৪ নম্বর)

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।  

অবশ্যই দেখবেন:স্কুলপড়ুয়াদের জন্য বড় সুখবর! একটানা দুই মাস বন্ধ থাকবে স্কুল, কবে থেকে কবে অবধি দেখে নিন