লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Krishak Bandhu Scheme: এবারে জুনের শেষেই একাউন্টে ঢুকবে ১০ হাজার টাকা, জেনে নিন রাজ্য সরকারের এই প্রকল্পের বিষয়

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Krishak Bandhu Scheme: চলতি বছরে আবারো লোকসভা ভোটে জয় হয় শাসক দল তৃণমূল কংগ্রেসের। আর তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পর থেকেই রাজ্যের শিক্ষিত বেকারদের মুখে একটি প্রশ্ন, কবে তারা তাদের যোগ্যতায় চাকরি পাবে? কতদিন আর ভাতার নামে ভিক্ষা নিতে হবে। আর কতদিন বা তাদের চাকরি না পেয়ে বেকার থাকতে হবে?

উল্লেখ্য এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস মোট ৫০ টি প্রকল্পের ব্যবস্থা করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল লক্ষ্মীরভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী, কৃষকবন্ধু ইত্যাদি। আর এর মধ্যে অন্যতম জনপ্রিয় কৃষকবন্ধু প্রকল্পের আওত্তায় চলতি মাসেই অর্থাৎ জুন মাসের ২৭,২৮ তারিখ নাগাদ এই টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সরকারি এই প্রকল্পে রাজ্যের ৩০ লক্ষেরও বেশি কৃষক অর্থ সাহায্য পেয়ে থাকে।

যার মাধ্যমে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক বছর সরাসরি ৪ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পাঠিয়ে থাকেন মুখ্যমন্ত্রী। কেউ যদি ২০২৪ সালের তালিকায় নিজের নাম দিয়ে সাইন আপ করেন, তাহলে তিনিও এই প্রকল্পের টাকা পাবেন। সেই টাকা কবে ঢুকবে কেউ চাইলে সেই স্ট্যাটাস-ও চেক করতে পারেন। স্থানীয় অফিসে কিংবা অনলাইনে খুব সহজেই এই প্রকল্পের ফর্মটি পাওয়া যায়। তবে, এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে ১৮-৬০বছর বয়সী কৃষকদের জন্য, বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন রাজ্য সরকার।

কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন:
  • ১) কৃষকবন্ধু ওয়েবসাইটে যেতে হবে।
  • ২) এরপর Beneficiary List এ ক্লিক করতে হবে।
  • ৩) এবার একটি নতুন পেজ খুলতেই সেখানে খুঁজে নিন আপনার জেলা, ব্লক এবং গ্রাম।
  • ৪) এরপর ক্লিক করুন Submit অপশনে।
  • ৫) এখানেই এলাকার সুবিধাভোগীদের একটি তালিকা দেখাবে।
  • ৬) সেখান থেকেই খুঁজে নিতে হবে নিজের নাম।

আরও পড়ুন: Sushant-Shweta: ‘ও যেন আমার সঙ্গেই আছে’! কেদারনাথে গিয়ে ভাইয়ের স্মৃতি আঁকড়ে কাঁদলেন দিদি শ্বেতা

মোবাইল নম্বর দিয়ে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার পদ্ধতি:
  • ১) প্রথমেই কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
  • ২) এরপর হোমপেজে Registered Farmer Information এ ক্লিক করতে হবে।
  • ৩) এবার Mobile Number সিলেক্ট করতে হবে।
  • ৪) পরবর্তী ধাপে নিজের মোবাইল নম্বর দিতে হবে।
  • ৫) এরপর Search অপশনে ক্লিক করলেই গ্রাহকরা নিজের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন।
কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা কী কী?
  • ১) এই প্রকল্পে এক একর বা তার বেশি জমির মালিক চাষীরা দুই কিস্তিতে বছরে ১০ হাজার টাকার সাহায্য পেয়ে থাকেন রাজ্য সরকারের তরফ থেকে।
  • ২) এই প্রকল্পের সুবিধাভোগী কৃষকরা সরকারের তরফ থেকে ২ লক্ষ টাকার জীবন বীমা পান। এমনকি ১৮-৬০ বছরের মধ্যে কোনও কৃষক মারা গেলে, তাঁর পরিবার ক্ষতিপূরণ হিসেবে এই টাকা পায়।
  • ৩) এক একরের কম জমির মালিক যে সমস্ত কৃষক তারা বছরে দুই ভাগে ৪ হাজার টাকা পান।
About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।