লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Kisan Vikas Patra Scheme: একবার বিনিয়োগই মিলবে দ্বিগুণ টাকা, পোস্ট অফিসের এই স্কিমে লাভবান হবেন প্রত্যেকে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kisan Vikas Patra Scheme: ভবিষ্যতের জন্য প্রত্যেকেই অর্থ সঞ্চয় করে রাখার চেষ্টা করে থাকেন। সেই জন্য বিভিন্ন সরকারি ব্যাংক, পোস্ট অফিস এবং এলআইসির উপরেই মানুষের বেশি বিশ্বাস করে থাকেন। কারণ এই সমস্ত সংস্থা একেবারেই নির্ভরযোগ্য এবং কম ঝুঁকিপূর্ণ। আর এতে লাভের পরিমাণও রয়েছে। তাই মানুষজন অন্যান্য মিউচুয়াল ফান্ডের থেকে সরকারি সংস্থার উপরে আস্থা রাখে।

আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই পোস্ট অফিসে নানা স্কিমের সঙ্গে যুক্ত রয়েছেন। পোস্ট অফিসে সুদের হার বেশি দেখা থাকায় অনেকেই সেখানে অর্থ সঞ্চয় করতে পছন্দ করেন। পোস্ট অফিস একটি নতুন স্কিম নিয়ে হাজির হয়েছে যে স্কিমের মাধ্যমে আপনার টাকা বিনিয়োগ শেষে ডাবল হয়ে যাবে। ধরুন আপনি ৫ লক্ষ টাকা জমা করলেন বছর শেষে আপনি নিজের হাতে ১০ লক্ষ টাকা পাবেন।

পোস্ট অফিসের টাকা ডাবল স্কিম:

আজ আমরা আপনাদের সাথে যে স্কিমের সম্পর্কে আলোচনা করব সেটা হল কিষান বিকাশ পত্র (Kisan Vikas Patra Scheme)। নিজের টাকা দ্বিগুণ করার জন্য এই স্কিম সবচেয়ে সেরা। কিষান বিকাশ পত্র স্কিমে বর্তমে ৭.৫০ শতাংশ চক্রবৃদ্ধি সুদ দেওয়া হচ্ছে। আপনি এখানে একক এবং যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে টাকা বিনিয়োগ করেন তাহলে ১১৫ মাসেই অর্থাৎ ৯ বছর ৭ মাসেই আপনার টাকা ডবল হবে। এটি একটি সরকারি স্কিম তাই এতে কোনো প্রকার ঝুঁকির ভয়ও নেই। যদি বিনিয়োগ করার পর আপনার মনে হয় যে আপনার টাকা তোলা প্রয়োজন, তাহলে দু’বছর ছ মাস বাদে আপনি বিনিয়োগের পর থেকে টাকা তুলতে পারবেন।

কারা কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন?

পোস্ট অফিসের এই স্কিমে সকল প্রাপ্ত বয়স্ক মানুষেরা বিনিয়োগ করতে পারবেন। তাছাড়া এখানে ১০ বছর এর বেশি বয়সী শিশুরাও তাদের নামে অ্যাকাউন্ট খুলতে পারবে। সেক্ষেত্রে তাদের বাবা মায়ের নামে হবে একাউন্ট। একজন অপ্রাপ্তবয়স্ক শিশু এবং অস্বাস্থ্যকর মনের ব্যাক্তির জন্য একজন অভিবাবক KVP অ্যাকাউন্ট খুলে তাতে অর্থ বিনিয়োগ করতে পারবেন। তবে NRI ব্যাক্তিরা এতে অ্যাকাউন্ট খুলতে পারবেন না।

WhatsApp Group Join Now
কিভাবে অ্যাকাউন্ট খুলবেন?

একাউন্ট খোলার জন্য আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে খুব সহজেই Kisan Vikas Patra স্কিমের জন্য অ্যাকাউন্ট খুলতে হবে। এরজন্য আপনার আধার কার্ড, প্যান কার্ড, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ফটো এবং কিষান বিকাশ পত্র (Kisan Vikas Patra Scheme) স্কিমের আবেদন পত্রের প্রয়োজন হবে।

আরও পড়ুন: Sohini-Ranojoy: সম্পর্ক কেউ ভাঙতে চায় না…. বিয়ের পরই প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহিনীর!

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।