লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Bank Holiday: জেনে নিন আগামী জুলাই মাসে রাজ্যের কোথায় কোথায় ব্যাংক গুলি কবে কবে বন্ধ থাকবে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

July Bank Holiday’s : আর মাত্র কয়েকদিন, তারপরেই শুরু হবে জুলাই মাসে। প্রতি মাসেই কিছু পাবলিক হলিডে থাকে সমস্ত কর্ম ক্ষেত্রে। এছাড়া অন্যান্য কিছু ছুটি রয়েছে। তবে ব্যাংকের ছুটি গুলি রাজ্যের উপর নির্ভর করে থাকে, এক একটি রাজ্যে নিয়ম অনুযায়ী সেই রাজ্যের ব্যাংকের ছুটির দিন আলাদা। তাই আজকের প্রতিবেদনে সকলের সুবিধার কারণে জেনে নেব আগামী জুলাই মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সব রবিবার সারা দেশেই বন্ধ থাকে ব্যাংক (Bank Holiday)।

৩ জুলাই: শিলংয়ে দিয়েনখলাম উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক।
৬ জুলাই: মিজোরামের আইজলে এমএইচআইপি দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
৭ জুলাই: এদিন রবিবার গোটা দেশেই এদিন ব্যাংক বন্ধ থাকবে।
৮ জুলাই: কং-রথযাত্রা উপলক্ষে ইম্ফলে ব্যাংক বন্ধ থাকবে।
৯ জুলাই: গ্যাংটকে দ্রুকপা শে-জি উপলক্ষে এদিন ব্যাংক হলিডে।
১৩ ও ১৪ জুলাই: ১৩ তারিখ জুলাই মাসের দ্বিতীয় শনিবার, আর তারপরদিন রবিবার। তাই গোটা দেশেই এদিন ব্যাংক বন্ধ থাকবে।
১৬ জুলাই: হরেলা উৎসব উপলক্ষে এদিন দেরাদুনে বন্ধ থাকবে ব্যাংক।
১৭ জুলাই: মহরমের জন্য এদিন দেশের বিভিন্ন জায়গায় ব্যাংক বন্ধ থাকবে। পানাজি, তিরুবনন্তপুরম, কোচি, কোহিমা, ইটানগর, ইম্ফল, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, চণ্ডীগড়, ভুবনেশ্বর, আহমেদাবাদ ছাড়া অন্যান্য রাজ্যে এদিন ব্যাংক বন্ধ।
২১ জুলাই: রবিবার বন্ধ থাকবে ব্যাংক।
২৭ জুলাই: মাসের চতুর্থ শনিবার গোটা দেশের ব্যাংক বন্ধ থাকবে।
২৮ জুলাই: রবিবার। তাই সারা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।

আরও পড়ুন: চতুর্থবারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই টলি সুন্দরী? রইলো বিস্তারিত খবর

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।