লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Janmashtami: জন্মাষ্টমীতে এই ফল অতি গুরুত্বপূর্ণ, এই ফল ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Janmashtami: কাল সোমবার ২৬শে আগস্ট জন্মাষ্টমী। শ্রী কৃষ্ণের জন্মতিথি, এই দিনে নানারকম ভোগ, মিষ্টান্ন দিয়ে পুজো দেওয়া হয় ভগবান শ্রী কৃষ্ণ কে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় জন্মাষ্টমী (Janmashtami)। এ বছর ৯ ই ভাদ্র, ২৬ শে অগাস্ট জন্মাষ্টমী তিথি পড়েছে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ রাতে জন্মগ্রহণ করেছিলেন, তাই জন্মাষ্টমীর পুজো হয় রাতে।

অনেকে ভোগের আয়োজন করেন। তবে প্রসাদে যে ফলটি অতি অবশ্যই প্রয়োজন হয় তা হল শসা। এটি ছাড়া জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। কিন্তু জন্মাষ্টমীর পুজোয় শসার এত গুরুত্ব কেন তা কি জানেন?

জন্মাষ্টমীর দিন শসা নিবেদন করার রীতি বহু যুগ ধরে চলে আসছে। মনে করা হয়, শ্রীকৃষ্ণ শসা নিবেদন করলে খুশি হন। এদিন এমন শসা আনা হয় যার সঙ্গে সামান্য ডাটা এবং পাতা যুক্ত হয়। জন্মাষ্টমীর সঙ্গে শসার এক অদ্ভূত সংযোগ রয়েছে। বিশ্বাস করা হয়, জন্মের সময় যেমন মায়ের থেকে শিশুকে আলাদা করার জন্য নাড়ি কাটা হয়, তেমনি জন্মাষ্টমীর দিন একই ভাবে শসা কেটে কাণ্ড থেকে আলাদা করা হয়।

আরও পড়ুন: Janmashtami 2024: জন্মাষ্টমীর দিন বাড়িতে আনুন ভগবান শ্রীকৃষ্ণের এই ৭টি প্রিয় জিনিস! যেকোনো বিপদে পাশে থাকবেন শ্রীকৃষ্ণ

WhatsApp Group Join Now

এছাড়াও জন্মের পর মা দেবকীর থেকে শ্রীকৃষ্ণের বিচ্ছিন্নতার প্রতীক হিসেবেও মানা হয় একে। এর পরেই পুজোর মূল আচার অনুষ্ঠান শুরু করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় নল ছেদন। এদিন রাত ১২ টার সময় শ্রীকৃষ্ণের জন্মের সঙ্গে সঙ্গে একটি কয়েন দিয়ে মাঝখান থেকে শসা এবং ডাঁটা আলাদা করে দিতে হবে। অনেক সময় এই শসা নববিবাহিতা বা গর্ভবতী মহিলাকে খাওয়ানো হয়। বিশ্বাস করা হয়, এতে শ্রীকৃষ্ণের মতোই সন্তান জন্ম নেয়।

আরও পড়ুন: Krishna Janmashtami: কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ভুলেও করবেন না এই কাজগুলি; চরম বিপদে পড়তে পারেন

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।