লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Fixed Deposit: জানেন কি বর্তমানে কোন ব্যাংক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে? জেনে নিন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Fixed Deposit: মানুষজন নিজের কষ্ট করে উপার্জন করা অর্থ সব সময় সুরক্ষিত জায়গায় সঞ্চয় করতে চাই। আর এইসব ক্ষেত্রে মানুষের প্রথম পছন্দ হলো সরকারি ব্যাংক বা পোস্ট অফিস। কিন্তু দিনে দিনে সরকারি ব্যাংকগুলোতে সুদের পরিমাণ অনেক কমে গেছে। যার ফলে মানুষ ব্যাংকে টাকা জমানোর দিক থেকে আগ্রহ হারিয়ে ফেলছে। তাই প্রবীণরা তো বটেই অনেক কমবয়সী ছেলে মেয়েরাও সঞ্চয়ের জন্য ভালো স্কিমের খুঁজে থাকেন।

এক্ষেত্রে মানুষের ভরসা সরকারি ব্যাঙ্কের বিভিন্ন ইনভেস্টমেন্ট প্রকল্প। বিশেষ করে ফিক্সড ডিপোজিট বা FD-তে অনেকেই টাকা রাখেন ভালো সুদ পাওয়ার আশায়। তবে বর্তমানে দুই ধরনের ব্যাংক রয়েছে। একটি সরকারি ব্যাংক ও একটি বেসরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংকে যতই সুযোগ সুবিধা থাক না কেন মানুষজন এখনো কিন্তু সরকারি ব্যাংকের উপরই ভরসা করেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক এক বছরে কোন ব্যাংক কত সুদ দিচ্ছে(Fixed Deposit )।

সরকারি হলেও বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে সুদের হার বিভিন্ন হতে পারে। তাই সবদিক খোঁজ খবর নিয়েই সবকিছু বিবেচনা করে নেওয়া উচিত।

1.ইন্ডিয়ান ব্যাংক – 6.10
2.পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক – 6.20
3.UCO ব্যাংক – 6.50
4.ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া- 6.75
5.পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক – 6.75
6.ব্যাংক অফ মহারাষ্ট্র – 6.75
7.ব্যাংক অফ বরোদা – 6.85
8.কানারা ব্যাংক – 6.85
9.সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া- 6.85
10.স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া- 6.80
11.ব্যাংক অফ ইন্ডিয়া – 6.80
12.ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক – 6.90%

WhatsApp Group Join Now

সুতরাং দেখা যাচ্ছে সবথেকে বেশি সুদ দিচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ৬.৯ শতাংশ। অন্যদিকে সবচাইতে কম সুদ পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কে ৬.১০ শতাংশ।

আরও পড়ুন: Post Office Saving Scheme: নিজের ভবিষৎ সুরক্ষিত করতে চান? চোখ বুজে বিনিয়োগ করুন পোস্টঅফিসের এই স্কিমে!

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।