লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Indusind Bank FD Rates: FD এর উপর এবার থেকে ৮.২৫% সুদ দিচ্ছে এই ব্যাংক, জেনে নিন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indusind Bank FD Rates: দেশের প্রতিটি মানুষ নিজেদের কষ্টে উপার্জন করা পয়সা কোন না কোন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে জমা রাখেন। আর প্রত্যেকেই চান নিজেদের সেই জমানো টাকার উপর যাতে বেশি পরিমাণ সুদ পাওয়া যায়। এই জন্য প্রতিটি ব্যাংকে ফিক্স ডিপোজিটে টাকা জমা করার আগে গ্রাহকরা সেই সব ব্যাংকের সুদের হার জেনে নেন।

আবার সুদ বেশি চাওয়ার পাশাপাশি সঞ্চিত রাখা টাকার যাতে সুরক্ষিত থাকে সেই বিষয়টির উপরও গ্রাহকরা নজর দেন। একটু লক্ষ্য করলেই দেখা যাবে বর্তমানে বিভিন্ন ব্যাংকের সুদের পরিমাণ বিভিন্ন। আগের তুলনায় ব্যাংক গুলি নিজেদের সুদের পরিমাণও কিছুটা বাড়িয়েছে। অধিকাংশ ব্যাংকে এখন ৭% এর কাছাকাছি সুদ দিচ্ছে। আবার এমন কিছু ব্যাংক রয়েছে যারা ৭% এর উপরেও সুদ দিচ্ছে। সেরকমই একটি ব্যাংক হল ইন্ডাসিন্ড ব্যাংক।

ইন্ডাসিন্ড ব্যাংক বর্তমানে সারা ভারতের বিভিন্ন শহরে পরিষেবা দেওয়ার পাশাপাশি শহরতলি এমনকি মফস্বল এলাকাতেও তাদের পরিষেবা ছড়িয়ে দিয়েছে। পাশাপাশি এই ব্যাংকের পরিষেবার অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে করেন বহু গ্রাহক।

এই ব্যাংকের তরফ থেকেই তাদের ফিক্সড ডিপোজিটের যে তালিকা দেওয়া হয়েছে তা থেকে জানা যাচ্ছে, ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখলে ৮.২৫ শতাংশ সুদ পাওয়া যেতে পারে। ৭ থেকে ১৪ এবং ১৫ থেকে ৩০ দিনের জন্য ইন্ডাসিন্ড ব্যাংকে থাকা ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা ৩.৫০ এবং প্রবীণ নাগরিকরা ৪ শতাংশ সুদ পান।

WhatsApp Group Join Now

সাধারণ নাগরিকদের জন্য ৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য ৫.৫০ শতাংশ, আবার কোন কোন স্ল্যাবের ক্ষেত্রে সাধারণ নাগরিকরা ৭.৭৫ শতাংশ, প্রবীণ নাগরিকরা ৮.২৫ সুদ পাচ্ছেন। এই ব্যাংকে ১ বছর থেকে ২ বছরের মধ্যে যে সকল বিনিয়োগের সময়সীমা রয়েছে সেখানে সাধারণ নাগরিকরা বিনিয়োগ করলে ৭.৭৫ শতাংশ সুদ পাবেন। আর প্রবীণ নাগরিকরা ৮.২৫ সুদ পাবেন।

আরও পড়ুন: Kolkata Tram: কলকাতার রাস্তায় আর দেখা যাবে না ট্রাম, চিরতরে বন্ধ হয়ে যাবে ট্রাম পরিষেবা

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।