লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Electricity Bill: খুব সহজেই এবারে ইলেকট্রিক বিল আসবে কম, এই কয়েকটি কাজ আজই করুন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Electricity Bill: শেষ কিছুদিন ধরে বঙ্গে নিম্নচাপের ফলে বেশ বৃষ্টি হচ্ছে। কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে গরম কিন্তু সেভাবে কমেনি। আর বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে বাতাসে আর্দ্রতাজনিত অসস্তি থেকেই যাচ্ছে। তার সঙ্গে হচ্ছে ঘাম, সবমিলিয়ে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। আর সেই কারণেই পাখা বা এসি কোনটাই এখন রেহাই পায়নি, যার ফলে ইলেকট্রিক বিল বেড়েই চলেছে। আর তাই নিয়েই চিন্তায় পড়েছেন মধ্যবিত্ত পরিবার। বিদ্যুতের বিল (Electricity Bill) কমানোর উপায়গুলি ঠিক কি কি? চলুন জেনে নেওয়া যাক।

বিদ্যুতের বিল বেশি এলে কী করবেন?

১.হঠাৎ করে যদি দেখেন আপনার বিদ্যুতের বিল (Electricity Bill) বেশ খানিকটা বেশি এসেছে তাহলে প্রথমেই মিটারের ইউনিটের দিকে খেয়াল করুন। অর্থাৎ আপনার আগের বিল থেকে এবারের বিল পর্যন্ত মোট কত ইউনিট বিদ্যুৎ আপনি ব্যবহার করেছেন সেটা আগে দেখে নিন।

২.বিলের সবশেষে কত ইউনিট লেখা রয়েছে আর মিটারে কত ইউনিট উঠেছে সেটা মিলিয়ে দেখুন। বিলে দেখানো মোট ইউনিটের সংখ্যার চেয়ে যদি আপনার বিলে লেখা মোট ইউনিট কম থাকে তাহলে বুঝবেন বিল ঠিকঠাক আছে।

৩.আপনার বিলের কপি পরীক্ষা করে বিদ্যুৎ দফতর যদি দেখে বিলের অঙ্কে ভুল রয়েছে তাহলে আপনার পরবর্তী বিলের সঙ্গে সেটা অ্যাডজাস্ট করা হবে। অর্থাৎ যে টাকা আপনি বেশি দিয়েছেন পরের মাসের বিলে সেই টাকা কম করে বিল আসবে।

WhatsApp Group Join Now

৪.তবে কোনও কারণে যদি বিলে দেখানো মোট ইউনিট সংখ্যা মিটারে উল্লিখিত ইউনিট সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে বুঝতে হবে এটা বিল যাঁরা বানিয়েছেন তাঁদের ভুল। তেমন হলে বিলের কপি নিয়ে স্থানীয় বিদ্যুৎ দফতরে গিয়ে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন: LPG Cylinder: মাসের শুরুতেই দাম বাড়লো এলপিজি গ্যাস সিলিন্ডারের, মাথায় হাত মধ্যবিত্তের

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।