লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

August Holidays: কোনো চিন্তা ছাড়াই করতে পারবেন ভ্রমণ; এক নজরে দেখে নিন আগস্টের একঝাঁক ছুটির তালিকা!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

August Holidays: চলতি বছরে জুলাই মাসটা সরকারি কর্মচারীদের জন্য একেবারে ভালো যায়নি। প্রথমত জুলাই মাসে ছুটির সংখ্যা কম। তারপর আবার এ বছর রথযাত্রা রবিবার দিন পড়েছে। যার ফলে একটা ছুটি যদিও বা পাওয়া যেত সেটাও জলে গিয়েছে। সারা জুলাই মাসে একটি মাত্রই ছুটি পেয়েছি সরকারি কর্মচারীরা। সেটা হলো ১৭ই জুলাই মহরমের দিন।

এই দিনেই একমাত্র সকল সরকারি কর্মচারীদের ছুটি ছিল। তবে চিন্তার কারণ নেই সামনেই আছে আগস্ট মাস। আর আগস্ট মাস মানেই একগাদা ছুটি। চলুন তাহলে জেনে নেওয়া যাক আগস্ট মাসে (August Holidays) কোন কোন দিন ছুটি রয়েছে সরকারি কর্মচারীদের জন্য।

শনিবার ও রবিবারের ছুটি বাদে আগস্ট মাসে সরকারি কর্মচারীদের জন্য প্রথম ছুটি রয়েছে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন। এই বছর ১৫ আগস্ট পড়েছে বৃহস্পতিবার। মাঝে রয়েছে শুক্রবার। শনি, রবি এমনিও সরকারি অফিসগুলি বেশিরভাগ বন্ধ হয়ে থাকে। শুক্রবারটা যদি কোন ভাবে ছুটি নেওয়া যায় তাহলে পরপর চারদিনের লম্বা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

১৫ আগস্ট বৃহস্পতিবার ছুটির পর আবার ছুটি থাকবে ১৯ আগস্ট সোমবার। ঐদিন রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি রয়েছে সরকারি কর্মচারীদের। ১৯ তারিখ যেহেতু সোমবার পড়ছে তাই আগেই দুদিন অর্থাৎ শনি রবিবারও ছুটি থাকছে। পরপর টানা তিন দিন টানা ছুটি পাবে কর্মচারীরা।

WhatsApp Group Join Now

১৫ আগস্ট এবং ১৯ আগস্টের পর আগস্ট মাসের তৃতীয় ছুটি হল ২৬ আগস্ট। ঐদিন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পড়ার কারণে সরকারি ছুটি রয়েছে। আবার ওই দিনটি পড়েছে সোমবার। সুতরাং আগের শনি ও রবিবার ছুটি মিলিয়ে আবারো টানা তিনদিন ছুটি পাচ্ছেন (August Holidays) সরকারি কর্মচারীরা। আরে লম্বা ছুটি গুলি কাজে লাগিয়ে পরিবারের সঙ্গে চাইলেই ছোটখাটো কোথাও ট্রিপ প্ল্যান করে ফেলতেই পারেন।

আরও পড়ুন: Hydrogen Scooter: বাজারে আসছে নতুন স্কুটার, তেল বা ব্যাটারির দরকার নেই! ১ লিটার জলেই ১৫০কিমি

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।