লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

BUDGET 2024-2025: বাজেট নির্ধারণের পরই বড় ঘোষণা নির্মলা সীতারমনার! উপকৃত হবে সাধারন মানুষ

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BUDGET 2024-2025: সাতবার বাজেট পেশ করে রেকর্ড করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে মোদি। যদিও সংখ্যাগরিষ্ঠতার নিরঙ্কুশ হয়নি বিজেপির। তবে এবারের বাজেট নিয়ে সাধারণ মানুষের ছিল নানান আশা। মধ্যবিত্তদের জন্য এই বাজেট সুখকর হবে বলেই মনে করেছিলেন তারা।

বাজেট উৎসব:

বাজেট অধিবেশন নিয়ে এর আগে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। অবশেষে পেশ করা হয়েছে কেন্দ্রীয় বাজেট। সকাল ১১ টায় কেন্দ্রীয় বাজেট পেশ করতে আগে থেকেই উপস্থিত হয়েছিলেন অর্থমন্ত্রী। লাল রঙের একটি খাতায় বাঁধানো ছিল তার ট্যাব। সেখানেই বাজেটের যাবতীয় টুকিটাকি লিপিবদ্ধ ছিল বলেই মনে করা হয়। সাদা এবং রানী রঙের একটি শাড়ি পড়ে উপস্থিত হয়েছিলেন তিনি।

শাড়ির সঙ্গে ছিল মানানসই উজ্জ্বল রানী রঙের ব্লাউজ। দুহাতে দুটি সাধারণ চুরি গলায় হাড় এবং কানের ছোট্ট একটি দুল পড়ে নজর কেড়ে নিলেন নির্মলা। এদিন আবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজানিয়ার প্রেসিডেন্ট। লোকসভার অধ্যক্ষ এই অধিবেশনের সূচনা করেন।

২০২৪ ২০২৫ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেটের একেবারে প্রথমে অগ্রাধিকার দেওয়া হল কৃষিকে। ১০৯ টি নতুন প্রজাতির ফসল, এক কোটি প্রাকৃতিক চাষীদের কেন্দ্রীয় সার্টিফিকেট দেবার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তৈলবিজ সয়াবিন উৎপাদনে গুরুত্ব আরোপ করা হয়। ৬ কোটি কৃষকের তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করা হবে বলে জানানো হয় বাজেটে। কৃষি খাতে এবারে বরাদ্দ করা হবে ১.৫ ২ লাখ কোটি টাকা।

WhatsApp Group Join Now
মধ্যবিত্তদের জন্য বাজেট:

অন্যদিকে শিক্ষা ক্ষেত্রে বিষ্ণুপাদ মন্দির নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারের একাধিক উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে এবারের বাজেট। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংস্কারের বরাদ্দ করা হয়েছে অতিরিক্ত অর্থ। শহরের দরিদ্র এবং মধ্যবিত্তদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১০ লক্ষ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হলো! এক কোটি বাড়িতে পৌঁছে যাবে সৌর বিদ্যুৎ! প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে যাবে বিনামূল্যে!

শিক্ষা ও পরমাণু গবেষণায় বাজেট:

পরমাণু শক্তি উৎপাদনে বিশেষ গবেষণা এবং শক্তি নির্ভরতার উপর জোর আরোপ করা হয়েছে বাজেটে! পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষা ঋণ দেওয়ার ঘোষণা করেছে সরকার! ক্ষুদ্র এবং মাঝারি শিল্পপতিদের বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ ক্রেডিট গ্যারান্টি প্রকল্প আনা হয়েছে. প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে কর্মীদের।

অন্যান্য প্রভিডেন্ট ফান্ডে থাকবে ভর্তুকীর মতন সুবিধা। বন্যা নিয়ন্ত্রণে বিহার আসাম এবং হিমাচল প্রদেশের জন্য নয়া পরিকল্পনার ঘোষণা করা হয়েছে। আগামী ১০ বছরে মহাকাশ বাণিজ্যে বরাদ্দ বাড়ানো হয়েছে পাঁচ গুণ। সোনা রুপো এবং প্ল্যাটিনামে কমানো হয়েছে শুল্ক। ক্যান্সারের তিনটি ওষুধের উপর থেকে তুলে নেওয়া হয়েছে শুল্ক। চিকিৎসা ক্ষেত্রে তা বড় ঐতিহাসিক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Hilsa Fish: বর্ষার মরশুমে ব্যাগ ভর্তি নকল ইলিশ আনছেন না তো বাড়িতে? জেনে নিন আসল ইলিশ চেনার পদ্ধতি!

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।