লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Ambani’s Wedding Menu: সুদূর ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে শেফ, অতিথিদের জন্য ছিল এলাহী খাবারের মেনু

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ambani’s Wedding Menu: গোটা দেশ এখন তাকিয়ে রয়েছে মুকেশ আম্বানির ছেলের বিয়ের দিকে। জাঁক জমক এলাহী আয়োজনে সেজে উঠেছে গোটা মুম্বাই শহর। দেশের অন্যতম ধনী ব্যক্তির ছেলের বিয়ে বলে কথা আয়োজনে তো কোনো ত্রুটি থাকতে পারে না। তার উপর বিয়েতে উপস্থিত থাকছেন দেশ বিদেশের বিশিষ্ঠ মানুষজন।

তাদের আপ্যায়নে কোনো খামতি রাখা যাবে না। রাজনৈতিক জগতের একাধিক নেতামন্ত্রীরা, আন্তর্জাতিক স্তরের তারকারাও আমন্ত্রিত ছিলেন অনন্ত এবং রাধিকার বিয়েতে। গত ৩ মাস ধরে প্রি ওয়েডিং, ফটোশুট, সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ, ডাণ্ডিয়া খেলা এসবের মাধ্যমেই শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। গত ১২ই জুলাই বসেছিল বিয়ের আসর।

তাদের বিয়ে নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের মনে খুব স্বাভাবিক ভাবেই সেলিব্রিটিদের নিয়ে নানারকম প্রশ্ন ওঠে। তাই আম্বানির বিয়েতেও খাবারের মেনু কি ছিল সেটা নিয়ে নানান প্রশ্ন উঠছে। বিয়ের অনুষ্ঠানে যে আরো এলাহি আয়োজন ছিল তা বলার অপেক্ষা রাখে না।

জানা যায়, অনন্ত অম্বানি অন্ধ্রপ্রদেশের পেসারাট্টু ধোসার বিশেষ ভক্ত। এই ধোসার পাশাপাশি ছিল বিখ্যাত মাদ্রাজ ফিল্টার কফি, মাইলাপোর ফিল্টার কফির মতো পানীয়। শুধু ভারতীয় নয়। জানা গিয়েছে, গোটা বিশ্বের বিভিন্ন কুইজিন মিলিয়ে প্রায় ২৫০০ টিরও বেশি পদ ছিল অনন্ত আম্বানির বিয়েতে।

WhatsApp Group Join Now

প্রখ্যাত কাশী চাপ ভাণ্ডার থেকে নানান মুখরোচক খাবারের অর্ডার দিয়েছিলেন নীতা অম্বানি। সেই মতো মেনুতে ছিল পালক পাতা চাট, টমেটো চাটের মতো খাবার। ইন্দোনেশিয়ার এক নামী ক্যাটারারকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিদেশি অতিথিদের খাবার পরিবেশনের জন্য। সেই তালিকায় ছিল নারকেলের তৈরি ১০০ রকম পদ, ক্রিমে ভরা রাবড়ি থেকে দামী ক্যাভিয়ার তিরামিসুও। অতিথি আপ্যায়নে মেনুতে কোনোরকম কমতি ছিল না। মুকেশ এবং নীতা অম্বানি প্রায় ১০০ টির বেশি ছিল।

আরও পড়ুন: BSNL: আগামী ১৫ই আগস্ট থেকে সারা দেশে শুরু হচ্ছে BSNL এর 4G পরিষেবা

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।