লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

TATA কি BSNL কোম্পানি কিনে নিয়েছে? জানুন আসল ঘটনা সম্পর্কে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TATA: জুলাই মাসের শুরুতেই দেশের শীর্ষস্থানীয় তিনটি মোবাইল টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ভোডাফোন-আইডিয়া এবং এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে। এর ফলে অনেক গ্রাহকই তুলনামূলক সস্তা বিএসএনএল – এর দিকে ঝুঁকছিলেন। মোবাইল গ্রাহকরা যখন একদিকে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল-এর দিকে বেশি আগ্রহী হচ্ছেন, তখনই চারিদিকে শোনা যাচ্ছে সরকার নাকি এই বিএসএনএল সংস্থাটিকে বিক্রি করে দিয়েছে টাটার কাছে।

ট্রেনে,-বাসে নিত্যযাত্রীদের থেকে শুরু করে চায়ের দোকান সমস্ত জায়গাতেই শোনা গেছে যে টাটা নাকি BSNL-কে কিনে নিয়েছে। BSNL এখন প্রাইভেট কোম্পানি। এটি এখন আর সরকারি সংস্থা নেই। তবে এই তথ্যটি সম্পূর্ণ ভুল। BSNL-কে TATA সংস্থাটি কেনেনি। BSNL এখনও অবধি দেশের সরকারি একটি টেলিকম সংস্থা, ভারত সঞ্চার নিগম লিমিটেড হিসেবেই রয়েছে।

BSNL ও TATA এর যুগলবন্দী : BSNL এবং TATA-এর মধ্যে যুগলবন্দী কথাটি একদিক থেকে ঠিক। তবে সেটি ইন্টারনেট পরিষেবা চালু করার ক্ষেত্রে, কোম্পানি কেনার জন্য নয়। BSNL-এর সঙ্গে TCS ১৫ হাজার কোটি টাকার যুগলবন্দী করেছে। বিএসএনএল-এর ৪জি পরিষেবা উন্নত করা এবং ৫জি পরিষেবা চালু করাই এই যুগলবন্দীর উদ্দেশ্য।

১৫ হাজার কোটি টাকার ডিল

TCS, BSNL এর সঙ্গে ১৫ হাজার কোটি টাকার ব্যবসাই শুধু করেনি, এর সাথে ভারতে ডেটা সেন্টারও তৈরি করছে। সূত্রের খবর, ভারতে চারটি রিজনে ডেটা সেন্টার তৈরি করবে টাটা (TATA)। এর ফলে সারা দেশে ৪জি পরিষেবা উন্নত হবে। TATA-এর একটি ইউনিট TCS ১০০০ গ্রামের মধ্যে BSNL ৪জি ইন্টারনেট পরিষেবা শুরু করতে সাহায্য করবে। এর সাথে গ্রামাঞ্চলে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দেওয়ার ব্যবস্থা করবে।

WhatsApp Group Join Now
বিপদের মুখে এয়ারটেল এবং জিও :

TCS-এর সঙ্গে BSNL-এর এই যুগলবন্দীতে BSNL-এর নেটওয়ার্ক ও কভারেজ উন্নত হবে। এর ফলে বেসরকারি টেলিকম সংস্থাগুলি যেমন জিও, এয়ারটেল এগুলি সমস্যার মুখে পড়তে পারে। কারণ বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জের দাম বাড়ানোর ফলে গ্রাহকরা তুলনামূলক সস্তা প্ল্যান খুঁজছেন। সেই জন্য সাধারণ মানুষের কাছে বিএসএনএল (BSNL) পরিষেবা একটি ভালো অপশন হতে পারে।

গ্রাহকরা বিএসএনএল (BSNL)-এ নম্বর পোর্ট করাতে চাইছেন

জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া তাদের রিচার্জের দাম বৃদ্ধি করায় সাধারণ মানুষ তাদের নম্বরগুলি বিএসএনএল-এ পোর্ট করার ইচ্ছা জানিয়েছেন। সাধারণ মানুষ এখন বেসরকারি টেলিকম সংস্থাগুলির প্রতি বিরক্ত। তাই সবাই এখন বিএসএনএল-এ নম্বর পোর্ট করাতে চাইছেন।

আরও পড়ুন: School: শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা? নাম লিখতে পারে না চতুর্থ শ্রেণীর পড়ুয়া! প্রশ্ন উঠছে বাংলার শিক্ষকদের বিরুদ্ধে?

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।