লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

আর রইল না চিন্তা! পূজোর চারদিন কলকাতাবাসীর জন্য বিশেষ ঘোষণা KMC-এর; জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

KMC: চলতি বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট মেনে তিথি শুরু ভোরবেলায়। তাই নাগরিকদের কথা ভেবে পুজোর চার দিন ভোর তিনটে থেকে পানীয় জল সরবরাহ করবে কলকাতা পুরসভা। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে শুক্রবার পুর ভবনে বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম।

কি বললেন মেয়র?

বৈঠকের পরে মেয়র বলেন, ‘‘পুজোর তিথি শুরু ভোরে। তাই নাগরিক-স্বার্থে পুজোর চার দিন ভোর তিনটেয় পানীয় জল সরবরাহ করা হবে। পাশাপাশি, পুজোর শুরু থেকে বিসর্জন পর্যন্ত সমস্ত কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে বৈঠকে উপস্থিত সব কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সংস্থার প্রতিনিধিদের বলা হয়েছে।’’

দিন পুজোর প্রস্তুতি-বৈঠকে কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগের আধিকারিক-সহ রেল, কেএমডিএ, সিইএসসি, কলকাতা পুলিশ, বন্দর, পূর্ত, সেচ দফতর ছাড়াও একাধিক সংস্থার আধিকারিকেরা উপস্থিত ছিলেন। পুরসভা সূত্রের খবর, পুজোর সময়ে বৃষ্টি হলে জমা জল সরাতে নিকাশি দফতরকে আগাম সতর্ক থাকতে বলা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক পাম্প মজুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

শহরের একাধিক রাস্তার অবস্থা বেহাল। বেশ কিছু রাস্তা পূর্ত দফতর, কেএমডিএ, বন্দর কর্তৃপক্ষের আওতায়। পুজোর আগেই সে সব রাস্তা সংস্কার করতে সংস্থাগুলিকে বলা হয়েছে। বন্দর এলাকায় একাধিক রাস্তা ভাঙাচোরা। এ দিন বৈঠকে মেয়র সেই সব রাস্তা দ্রুত সংস্কারের জন্য বন্দরের আধিকারিকদের কাছে আবেদন করেন।

WhatsApp Group Join Now

রাস্তার গাছ বৈজ্ঞানিক উপায়ে যাতে ছাঁটার ব্যবস্থা করা হয়, সে বিষয়ে পুর উদ্যান বিভাগের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়। বিসর্জন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে গঙ্গার ঘাটগুলিতে প্রতি বছরের মতো নজরদারি রাখতে বলা হয়েছে। ওই সময়ে চক্ররেল চলাচল যাতে বন্ধ থাকে, সে বিষয়ে রেল কর্তৃপক্ষকে বলা হয়েছে।

আরও পড়ুন: Post Office Scheme: প্রতি মাসে মিলবে ৫৫০০ টাকা! আজই বিনিয়োগ করুন পোস্ট অফিসের এই স্কিমে; জানুন বিস্তারিত

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।