KL Rahul: ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul) এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির (Athiya Shetty) জীবনে এলো নতুন আনন্দ। সোমবার রাত ৮টা ২০ মিনিটে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে আথিয়া জানান, তাঁদের কন্যাসন্তান জন্ম নিয়েছে। পোস্টে তিনি উল্লেখ করেন, “২৪ মার্চ, ২০২৫”, যা তাঁদের মেয়ের জন্মতারিখ নির্দেশ করে।
তারকা দম্পতিকে শুভেচ্ছার বন্যা
রাহুল (KL Rahul) ও আথিয়ার (Athiya Shetty) এই সুসংবাদ প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভেসে গিয়েছেন তাঁরা। বলিউড থেকে শুরু করে ক্রীড়াজগত—সবাই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। কিয়ারা আডবানি, শানায়া কাপুর, অর্জুন কাপুর, টাইগার শ্রফ, ঋদ্ধিমা কাপুর, ভূমি পেডনেকরসহ অনেক তারকাই অভিনন্দন জানিয়েছেন এই দম্পতিকে। শুধু তাই নয়, ভারতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই ও ওমানের ক্রিকেটার কাশ্যপ প্রজাপতি-সহ বহু ক্রীড়াবিদও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রেম থেকে বিবাহ, রাহুল-আথিয়ার সম্পর্কের গল্প
কেএল রাহুল ও আথিয়া শেট্টির প্রেমের গল্প শুরু হয়েছিল ২০১৯ সালে। জানুয়ারিতে এক বন্ধুর মাধ্যমে প্রথম পরিচয় হয় এই জুটির। সেই সময় থেকেই তাঁদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ চার বছরের প্রেমপর্বের পর, ২০২৩ সালে মহারাষ্ট্রের খান্ডালায় আথিয়ার বাবা, বলিউড অভিনেতা সুনীল শেট্টির ফার্ম হাউসে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন সেই বিয়ের আয়োজনে।
View this post on Instagram
বাবা-মা হওয়ার সুখবর
২০২৪ সালের নভেম্বরে ইনস্টাগ্রামে রাহুল ও আথিয়া তাঁদের প্রথম সন্তানের আগমনের সুখবর ভাগ করে নেন। যদিও তখন নির্দিষ্টভাবে কিছু জানাননি তাঁরা, তবে কয়েক সপ্তাহ আগেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে আইপিএলের শুরুর দিকেই তাঁদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। রাহুলের আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের সদস্য মিচেল স্টার্কের স্ত্রী তথা অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলিও সেই ইঙ্গিত দিয়েছিলেন।
নতুন অধ্যায়ের সূচনা
কন্যাসন্তানের জন্মের মাধ্যমে কেএল রাহুল ও আথিয়া শেট্টির জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। তাঁদের ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছোট্ট রাজকন্যার প্রথম ঝলকের জন্য। বাবা-মা হিসেবে রাহুল ও আথিয়া কীভাবে নিজেদের নতুন যাত্রা শুরু করবেন, সেটাই দেখার বিষয়।