লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Kitchen Tips: জেনে নিন ফ্রিজে জমে থাকা অতিরিক্ত বরফ পরিষ্কার করার কিছু টিপস

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kitchen Tips: সংসারের নিত্য প্রয়োজনীয় গুলোর মধ্যে অন্যতম হল ফ্রিজ। বর্তমান সময়ে দাঁড়িয়ে ফ্রিজের চাহিদার কথা নিশ্চই আলাদা করে আর বলতে হবে না। সারাবছরই শাক সবজি, মাছ, মাংস টাটকা রাখতে ফ্রিজ প্রয়োজন হয়। কিন্তু মাঝে মধ্যেই ফ্রিজ বেশিক্ষণ চললে তাতে বেশি বরফ জমে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই অতিরিক্ত বরফ কিভাবে পরিষ্কার করতে পারবেন সেটারই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের প্রতিবেদনে।

ফ্রিজের বরফ পরিষ্কার রাখার উপায়(Kitchen Tips):

১. ওভেন, গ্যাস, ওয়াটার হিটার ইত্যাদি ফ্রিজের পাশে রাখবেন না। কারণ বেশি গরমের মধ্যে থাকলে ফ্রিজে বরফ জমে বেশি। এছাড়াও রান্না করা খাবার গরম অবস্থাতেই ফ্রিজে ঢুকিয়ে দেবেন না। আগে ভালোভাবে ঠান্ডা করে এরপর ফ্রিজে রাখুন। গরমে সংস্পর্শে এলে ফ্রিজে বেশি বরফ তৈরি হয়।

২. প্রতি সপ্তাহে একবার ফ্রিজে থার্মোস্টেট পরীক্ষা করুন। ফ্রিজ খোলার পর আটকানোর সময় দরজা ভালোভাবে আটকে রাখুন।

৩. দেয়াল থেকে এক ফুট দূরে ফ্রিজ রাখুন।

WhatsApp Group Join Now

৪. ফ্রিজের ভেতরে থাকা বরফ সম্পূর্ণভাবে পরিষ্কার করার চেষ্টা করুন। এক্ষেত্রে কাঠের বা প্লাস্টিকের চামচ ব্যবহার করতে পারেন। ডিপ ফ্রিজে বরফ বেশি জমে গেলে ডিফ্রশড করুন। এতে করে ফ্রিজ অনেকদিন ভালো থাকবে।

৫. গরমে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে রাখতে পারেন। তবে মাঝেমাঝে ফ্রিজ ঠান্ডা হয়ে গেলে কিছু ক্ষণের জন্য বন্ধ করে দিন।

আরও পড়ুন: La Nina: টানা ৩ মাস বৃষ্টিতে ভাসবে বঙ্গ, লা নিনার প্রভাবে আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।