লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Kiran Dutta: আরজিকর কাণ্ডে মুখ খুললেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার বং গাই, দিলেন সপাটে জবাব

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kiran Dutta: আরজিকর কাণ্ডে এখন উতপ্ত গোটা দেশ। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু সব জায়গা থেকে বেরোচ্ছে প্রতিবাদের মিছিল। ফুঁসছে গোটা দেশ, এমনকি বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে গোটা ঘটনাটি। আসল দোষীদের খুঁজে বের করার জন্য তদন্তে নেমেছে সিবিআই। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই ঘটনার তদন্তের জন্য সিবিআই কে নির্দেশ দেওয়া হয়েছে।

এবারে আরজিকর কাণ্ডে মুখ খুললেন বাংলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার বং গাই অর্থাৎ কিরণ দত্ত। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কিরণ লিখেছেন, ‘টাকা নিলে আমার মেয়ের সেটা ভালো লাগবে না, কোনও টাকা চাই না বিচার চাই’, জানালেন বাবা। টাকা দিয়ে সব মেরুদণ্ড কেনা যায় না…।’ কিরণের এই পোস্টেই সোশাল মিডিয়ায় শোরগোল। এদিকে নিজের পোস্টের কমেন্টবক্সেই আবার কিরণ লিখেছেন, ‘অপরাধীকে ধরে দিক। সঠিক বিচার হোক। আমি ১০ লাখ দিতে রাজি। টাকার পাওয়ারটা ঠিক কাজে লাগান। অপরাধী খুঁজতে লাগান।’

আজ ১৬ই আগস্ট গোটা রাজ্য বন্ধের ডাক দিয়েছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আর জি করে তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা-খুনের প্রতিবাদে শুক্রবার পথে নামেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও পড়ুয়ারা। কলেজ স্ট্রিটে প্রতিবাদ মিছিল করেন প্রেসিডেন্সির প্রাক্তনীরা। পথে নামলেন সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন পড়ুয়ারাও।

WhatsApp Group Join Now

তাতে যোগ দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, চিত্রপরিচালক অরিন্দম শীল, প্রতীম ডি গুপ্ত, সঙ্গীতকার বিক্রম ঘোষদের মতন সেলিব্রেটিরা। অন্যদিকে পথে নামেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে রচনা ব্যানার্জি, জুন মালিয়া সহ একাধিক অভিনেত্রী সহ সাংসদের পথে নামতে দেখা যায়।

গোটা টলিউড এই ঘটনার বিচারের দাবিতে সরব হয়েছে। ‘খাদান’, ‘বহুরূপী’ সিনেমার টিজার রিলিজ পিছিয়ে দেওয়া হয়েছে। ‘যমালয়ে জীবন্ত ভানু’ সিনেমার মিউজিক লঞ্চও পিছিয়ে দেওয়া হয়েছে। শুক্রবারই ৭০তম জাতীয় পুরস্কারের ঘোষণা হয়েছে। সেরা বাংলা ছবি হয়েছে ‘কাবেরী অন্তর্ধান’। এই পুরস্কারে সম্মানিত ও গর্বিত কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। কিন্তু কোনও সেলিব্রেশন তাঁরা করবেন না বলেই জানিয়ে দিয়েছেন। ‘অপরাজিত’ সিনেমার জন্য সেরা রূপটান শিল্পীর জাতীয় পুরস্কার পেয়েছেন সোমনাথ কুণ্ডু। নিজের এই পুরস্কার আর জি করের মৃত চিকিৎসককে উৎসর্গ করেছেন তিনি।

আরও পড়ুন: West Bengal: সিলেবাসে যুক্ত হলো নেতাজি ও স্বামীজির নতুন দুই বই! কাদের পড়ানো হবে? দেখে নিন শিক্ষা দপ্তরের নোটিশ

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।