লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Ke Prothom Kachhe Esechi: পড়াশোনার পাশাপাশি কিভাবে শুটিং চলছে ছোট্ট রাধিকার? সাক্ষাৎকারে জানালেন তার মা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ke Prothom Kachhe Esechi: জি বাংলা নতুন শুরু হওয়া নতুন ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল ‘কে প্রথম কাছে এসেছে'(Ke Prothom Kachhe Esechi)। এই ধারাবাহিকের হাত ধরে অভিনেত্রী মোহনা মাইতি ফিরেছেন আবার জি বাংলার পর্দায়। এর আগে মোহনাকে আমরা প্রত্যেকে অভিনয় করতে দেখেছি ‘গৌরী এলো’ ধারাবাহিকে। ওই ধারাবাহিকে ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী।

নতুন ধারাবাহিকে মোহনার চরিত্র হল একজন সিঙ্গেল মাদার। যে লড়াই করে তার সন্তানকে একাই মানুষ করছেন। ওই ধারাবাহিকে মোহনার মেয়ের চরিত্রে অভিনয় করছে ছোট্ট রাধিকা। যাকে সকলেই দাদাগিরির একটি এপিসোড থেকে চেনেন। এই ধারাবাহিকে রাধিকার চরিত্রের নাম মিহি। কিন্তু অনেকের মনে প্রশ্ন উঠেছে কিভাবে ছোট্ট রাধিকা এত অল্প বয়সে ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পেল?

ছোট রাধিকার অভিনয় জগতে কোনরকম অভিজ্ঞতা নেই। দাদাগিরির মঞ্চেই প্রথম সে ভাইরাল হয়েছে তার ঝালমুড়ি বানিয়ে। তারপরেই জি বাংলার এই মেগা ধারাবাহিকে অভিনয় করার জন্য সুযোগ পায় সে। এছাড়াও ইনস্টাগ্রামে তার বেশ অনেক ফলোয়ার্স। মাত্র তিন বছর বয়সেই সেই বিভিন্ন রিল ভিডিও, ছবি পোস্ট করে। আর তার সেই ভিডিও মাঝেমধ্যেই ভাইরাল হয়ে পড়ে। কিন্তু এই অভিনয়ে সুযোগ পাওয়ার পর পড়াশোনা আর অভিনয় সামলাচ্ছে কী করে?

এই বিষয়ে এক সাক্ষাৎকারে রাধিকার মা সুস্মিতা কর্মকার জানান তারা দুর্গাপুরের বাসিন্দা হলেও রাধিকার শুটিংয়ের জন্য তারা বর্তমানে কলকাতায় রয়েছে। কলকাতায় রাধিকার বাবার দাদুর বাড়ি রয়েছে। সেখানেই এখন রয়েছে তারা। রাধিকার পড়াশোনাও কলকাতা থেকে চলছে। কলকাতার CRPF মন্টেসারি স্কুলের লোয়ার কেজির ছাত্রী রাধিকা। স্কুল থেকে পারমিশন নেওয়া আছে। রাধিকা শুধু পরীক্ষার সময় স্কুল যাবে। এই শ্যুটিং আর ফাঁকেই রাধিকার মা তাকে সব হোমওয়ার্ক করিয়ে থাকেন।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: TRP List: প্রতীক সেনের নতুন ধারাবাহিক আসতেই নিজের জায়গা হারাল নিম ফুল! আবারও শীর্ষ স্থানে ফুলকি! আর কী কী চমক রয়েছে আজকের টিআরপিতে?

অভিনয় করতে কেমন লাগছে রাধিকার? এই বিষয়ে সে জানিয়েছে, ‘মেকআপ করতে খুব ভালো লাগছে। এই সিরিয়ালে কাজ করতেও খুব ভালো লাগছে। আমার অভিনয় করতে ভালো লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে তো আমি অভিনয় করি।’ উল্লেখ্য ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে সায়ন বসু এবং মোহনা মাইতিকে। রোজ সাড়ে ছটায় এই ধারাবাহিক জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।