লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Ke Prothom Kache Esechi: বাবা না থাকায় স্কুলে অপ্রীতিকর ঘটনার শিকার মিহি’র! যোগ্য জবাব তাঁর! ছোট্ট মিহিরের অভিনয়ে প্রশংসায় পঞ্চমুখ দর্শকমহল

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ke Prothom Kache Esechi: জি বাংলায় (Zee Bangla) সদ্য শুরু হয়েছে ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি (Ke Prothom kache esechi)’। একজন সিঙ্গেল মাদারের গল্প দিয়ে এগিয়ে যাবে এই ধারাবাহিক তা আগেই জানতে পেরেছেন দর্শকরা। এই ধারাবাহিকে ছোট্ট মেয়ের ভূমিকায় অভিনয় করছেন রাধিকা। দাদাগিরিতে এসে রাধিকা মনজয় করেছিল সবার। এবার এই ধারাবাহিকে মিহি রুপি রাধিকা আবারো সবার প্রিয় হয়ে উঠলো। দুষ্টু মিষ্টি কথা বলে সে দর্শকদের মন ভরিয়ে দিচ্ছে। আবার তার পাকা পাকা কর্মকাণ্ড রীতিমতো অবাক করছে সবাইকে। এখানে সবচেয়ে বেশি নজর কেড়েছে মা-মেয়ের কেমিস্ট্রি।

Ke Prothom Kache Esechi : Audience Praised Mihi’s Acting:

আসলে মধুবনী অর্থাৎ ধারাবাহিকের অভিনেত্রী মোহনা মাইতি(Mohona Maity) একজন সিঙ্গেল মাদার। তিনি নিজের হাতে তার মেয়েকে মানুষ করছেন ছোট থেকে। একদিকে যেমন তিনি একজন চাকুরীরতা অন্যদিকে তিনি একজন মা। মেয়েকে কোলে নিয়েই প্রতিদিন চাকরি ক্ষেত্রে যেতে হচ্ছে তাকে। তবে এতোটুকু দুষ্টুমি করে নয় বরং মায়ের মন ভরিয়ে কখনো মাকে রুটি বেলে দেয় মিহি আবার কখনো মায়ের দুঃখে চোখের জল মুছিয়ে দেয়। এদিকে ধারাবাহিকের প্রথম পর্বেই দর্শকরা জানতে পেরেছেন মিহির রয়েছে এক জটিল অসুখ। এই অসুখ থেকে তাকে সুস্থ করে তুলতে প্রচুর অর্থের প্রয়োজন। তার অপারেশন যদি ঠিকঠাক সময় না হয় তবে মৃত্যুর মুখে পতিত হতে পারে এই ছোট্ট মেয়েটি। কি করবে এবার মধুবনী কি করে বেশি টাকা জোগাড় করা যায় তা নিয়ে দিশেহারা হয়ে পড়েছে সে।

আরও পড়ুন: Paayel Sarkar: অবশেষে বিয়ের পিঁড়িতে টলি অভিনেত্রী পায়েল সরকার, বিয়ে করেই দেশ ছাড়ছেন অভিনেত্রী

চাকরি করে কিন্তু তাতে মাইনে এতটা ভালো নয়। একদিকে যেমন মিহির স্কুলের খরচ অন্যদিকে সংসার টানতে হয় তাকে। প্রতি পদে পদে রয়েছে নানান বিপদ। এর আগে কিডন্যাপাররা মিহিকে কিডন্যাপ করতে চেয়েছিল। তখন এসে তাকে বাঁচায় মধুবনীর অফিসের বস ঋগ্বেদ। আবারো ঋগ্বেদ এবং মধুবনীর দেখা হয়। এদিকে স্কুলের খেলায় অংশগ্রহণ করতে চেয়েছিল মিহি কিন্তু তার বাবা নেই তাই এই খেলা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এটা ভেবে মুষড়ে পরে মিহি। শুধুমাত্র বাবা নামক মানুষ না থাকার জন্য তার সাথে এমন দ্বিচারিতা করা হলো। ছোট্ট মিহি তার ক্ষুদ্র বুদ্ধিতে এটা বুঝতে পারে। তাই স্কুলে গিয়ে প্রিন্সিপালকে জানিয়ে দেয় ভবিষ্যতে আর কোনদিন স্কুলের স্পোর্টসে অংশগ্রহণ করবে না সে।

WhatsApp Group Join Now
About Author
Neha Basu

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।