লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Kanchan-Sreemoyee: বিয়ের কয়েকমাস বাদেই এলো সুখবর, সোশ্যাল মিডিয়াতে খুশির খবর জানালেন কাঞ্চন শ্রীময়ী

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kanchan-Sreemoyee: চলতি বছর ফেব্রুয়ারি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। অনেক বাধা-বিপত্তি কটাক্ষের সম্মুখীন হওয়ার পর সুখের সংসার গড়ে নিয়েছেন দুজনে। বিয়ের পর থেকে নানানরকম সমালোচনা, ট্রোলের শিকার হতে হয়েছে দুজনকে। বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাদের।

সেই সমস্ত খারাপ দিকগুলো পেছনে সরিয়ে রেখে এগিয়ে চলেছে নিজেদের সুন্দর জীবনের দিকে। তাঁদের বয়সের ফারাক নিয়েও চলেছে নানা চর্চা। এসব তর্ক বিতর্কের মাঝেই কাঞ্চন শ্রীময়ীর বাড়িতে এলো খুশির খবর। সোশ্যাল মিডিয়াতে সেই ছবিই পোস্ট করলেন তারা।

সোশ্যাল মিডিয়াতে পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন কাঞ্চন। তাঁর ভাইপো রিওর জন্মদিন উপলক্ষে। সেই উপলক্ষেই শ্বশুর , জ্যাঠশ্বশুর, শ্যালক- শ্যালিকাদের সঙ্গে গ্র্যান্ড সেলিব্রেশন তাঁর। ঐদিন স্ত্রী সঙ্গে পোশাক ম্যাচিং করে পড়তে দেখা গিয়েছে কাঞ্চন কে। দু’জনেই পরেছেন কালো রঙের পোশাক। তবে এই ছবি পোস্ট এর পর ইনস্টাগ্রাম প্রোফাইলটির কমেন্ট সেকশন ডিসেবল করে রেখেছেন তিনি।

প্রসঙ্গত, কিছু দিন আগেই বিয়ে করেছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। তাঁদের বিয়ের সময় শোভনকে তুলনা করা হয়েছিল কাঞ্চনের সঙ্গে। তা নিয়ে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন কাঞ্চন। তিনি বলেন, “একটা ফুটফুটে বাচ্চা ছেলে শোভন। সদ্য বিয়ে করেছে। ওকে নিয়ে এই নোংরামি বন্ধ হোক অবিলম্বে। কারও একাধিক সম্পর্ক তৈরি হলেই তাঁকে ‘দ্বিতীয় কাঞ্চন’ নামকরণ করা হবে, এটা একটা বিশ্রী বিষয়। খুবই নোংরা। এটা একেবারেই ঠিক না। আর সব ব্যাপারে আমাকে টানেন কেন আপনারা?”

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Jisshu-Nilanjana: ‘সৎ থাকা জরুরি, কর্মফল মিলবেই’, নিজের নামের পাশ থেকে যীশুর নাম বাদ দিয়ে বড় ঘোষণা নীলাঞ্জনার…

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।