লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Kanchan Mullick- Pinki Banerjee: বিচ্ছেদের পরেও ভুলতে পারছেন না কাঞ্চনকে! পিঙ্কির পোস্ট ঘিরে জল্পনা শুরু নেটপাড়ায়

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kanchan Mullick- Pinki Banerjee: চলতি বছর আইনিভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছে কাঞ্চন মল্লিক এবং পিংকি বন্দ্যোপাধ্যায়ের। সাবিত্রী চট্টোপাধ্যায়ের নাতনি হওয়ার সাথে একজন পরিচিত অভিনেত্রী তিনি। ছোট পর্দা থেকে বড় পর্দায় অবাধ চলাচল তার। অভিনেত্রী হওয়ার সঙ্গে তারা আরো একটি পরিচয় রয়েছে উত্তর পাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী তিনি। তাদের বিচ্ছেদ হয়ে যাওয়ার অনেক আগে থেকেই ২০২০ সাল থেকে পিঙ্কি আলাদা থাকতেন। তাদের একমাত্র পুত্র ওশের হাত ধরে তার জন্য সংসার থেকে বেরিয়ে এসেছিলেন পিঙ্কি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করতেন পিংকি। ছেলেকে নিয়ে তার স্বতন্ত্রভাবে বেঁচে থাকার উদযাপন ছিল সেটি। এরপর তিনি নিজের একটি ইউটিউব চ্যানেল খোলেন, যার নাম ‘আন বাক্স’। এরপরই গত ২রা মার্চ কাঞ্চন মল্লিক বিয়ে করেন টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে।

তবে সম্প্রতি পিঙ্কি বন্দ্যোপাধ্যায় নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও পোস্ট করেন, তার টাইটেলে লিখেছিলেন, ‘যারা চলে গেল চিরতরে, তাঁরা কি ফিরে আসতে পারে?’ এরপর থেকেই বিভিন্ন জল ঘোলা শুরু হয় তারই লেখা নিয়ে। প্রশ্ন হচ্ছে, ঠিক কার ফিরে আসার কথা বলেছেন পিঙ্কি? তিনি কি তাঁর প্রাক্তন স্বামী কাঞ্চন মল্লিকের ফিরে আসার কথা বলছেন? আসলে না কাঞ্চনকে নিয়ে কোনো মন্তব্যই করেননি তিনি। তার এই ভিডিওর উদ্দেশ্য ছিল অন্য কিছু। এই ভিডিয়োটি পিঙ্কি তৈরি করেছেন রবীন্দ্রনাথের জীবনের একটি অধ্যায়কে কেন্দ্র করে। ১৯২৬ থেকে ১৯৩১ সাল পর্যন্ত জীবনের প্রিয় প্রয়াত মানুষদের পরলৌকিক অবস্থান জানতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ। মৃত্যুর পর তারা কি আর ফিরে আসতে পারে? সেটা জানাই উদ্দেশ্য ছিল তার।

জীবনে কম আঘাত তো পাননি তিনি। ছোট বয়স থেকে বার্ধক্য বয়স পর্যন্ত কাছের মানুষের মৃত্যু আঘাত হেনে তাঁর নরম মনটায়। মুখ বুঝে সবটা সহ্য করেছেন কবিগুরু। বন্ধু, স্ত্রী, সন্তান–একে একে রবীন্দ্রনাথের জীবনে বিয়োগের অন্ত ছিল না। তাঁর অনন্ত সৃষ্টির মাধ্যমে জীবনের কঠিনতম বাস্তব ‘মৃত্যু’কে নানাভাবে উদযাপন ধরেছিলেন রবীন্দ্রনাথ। তিনি জানতে চেয়েছিলেন মৃত্যুর পর আত্মারা কেমনভাবে থাকে। বারবার প্রশ্ন চালিয়েছেন, ‘চলে যাওয়া মানুষ কি ফিরে আসতে পারে’। এমনকি একসময় প্রয়াতদের নিয়ে প্ল্যানচেটও করেছিলেন রবীন্দ্রনাথ। আসলে রবীন্দ্রনাথের প্ল্যানচেটের তথ্য নিয়ে পিঙ্কি তৈরি করেছেন তাঁর নতুন ভিডিয়োটি। এর জন্য প্রচুর গবেষণাও করতে হয়েছে তাকে। রহস্য উদঘাটনের চেষ্টায় ব্রতী হয়েছেন পিঙ্কি।

আরও পড়ুন: Ami Dev: ‘হাসতে হাসতে মেঝেতে পড়ে গেছি…’ দেবের উত্থানের গল্প বড় পর্দায়! ট্রেলার প্রকাশ্যে আসতেই হাসির রোল নেটপাড়ায়

আদৌ তার নতুন ভিডিওতে কাঞ্চনকে নিয়ে কোন বক্তব্যই রাখেননি পিঙ্কি। সেখানে গবেষণাই তার উদ্দেশ্য ছিল। যদিও কাঞ্চন এবং পিঙ্কির ডিভোর্সের ঘটনা বহু চর্চিত। বিচ্ছেদের কিছু দিনের মাথায় শ্রীময়ী চট্টরাজকে ভালোবাসা দিবসের দিন আইনি ভাবে বিয়ে করেন কাঞ্চন মল্লিক। এরপর ২রা মার্চ সামাজিক নিয়মে বিয়ে করেন তারা। কাঞ্চনের তৃতীয় বিয়েও যথেষ্ট চর্চা পেয়েছিল লোক মাধ্যমে। যদিও এখন লোকসভা ভোট নিয়ে ব্যস্ত এয়েছেন কাঞ্চন। যাচ্ছেন বিভিন্ন প্রচারে। তবে নতুন বিয়ের পর বেশ সুখেই আছেন তারা। অন্যদিকে পিঙ্কিও নিজের কাজ এবং ছেলেকে নিয়ে দিব্যি সুখেই দিন কাটাচ্ছেন।

WhatsApp Group Join Now
About Author
Neha Basu

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।