লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Jogomaya: যোগমায়াকে বাঁচানো এই ঐশানি মুখার্জি আসলে কে? কী তাঁর পরিচয়? গু’লি’র আঘাতের পরেও কি বেঁচে যাবে যোগমায়া?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jogomaya: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘যোগমায়া’ (Jogomaya)। ধারাবাহিকের গল্পটি নারী কেন্দ্রিক। প্রধান চরিত্রে অভিনেত্রী নেহা আমনদীপ (Neha Amandeep)। নায়কের চরিত্রে অভিনেতা সৈয়দ আরফিন (Sayed Arefin)। এই ধারাবাহিকের কলাকুশলীরা যথেষ্ট পরিচিত টেলিপাড়ায়। ধারাবাহিকের গল্প প্রথম থেকেই নজর কাড়ে দর্শকদের। ধারাবাহিকের গল্প অনুসারে প্রতিবাদী মেয়ে যোগমায়া শত্রুদের গুলির আঘাতে আহত। তাঁকে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করায় ডাক্তার ঐশানি মুখার্জী। এরপর থেকেই রহস্য ঘনীভূত হচ্ছে ঐশানী মুখার্জীকে কেন্দ্র করে।

মৃত্যুর সঙ্গে লড়ছে ‘যোগমায়া’! ঐশানি পারবে তাঁকে বাঁচিয়ে তুলতে?

ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে প্রথম থেকেই প্রতিবাদী নায়িকা যোগমায়া।‌ বিয়ের পর সে শত্রুপুরীতে গিয়ে উঠেছে। অন্যায়ের বিরুদ্ধে আঙুল তোলা যোগমায়ার ভীষণ বিপদ। রাস্তায় ছুটতে ছুটতে নিজেকে বিপদ থেকে বাঁচাতে চায় সে। কিন্তু বিপদ তাঁর ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলে। শত্রুদের গুলির আঘাতে রাস্তায় লুটিয়ে পড়ে যোগমায়া। জীবন-মৃত্যুর মাঝে সে যখন লড়ছে, ঠিক তখনই তাঁর রক্ষাকর্তা হিসেবে উপস্থিত হয় ডাক্তার ঐশানী মুখার্জী। একজন ডাক্তার হওয়া ঐশানি নিজের দায়িত্ব পালন করে।

যোগমায়াকে হাসপাতালে নিয়ে এসে তাঁকে ভর্তি করে দেয়।চিকিৎসা শুরু হয়, কিন্তু গুলির আঘাত লাগায় ক্ষত গভীর হওয়ায় জীবনের সঙ্গে লড়তে থাকে যোগমায়া। নার্স ও ডাক্তাররা ডাকতে থাকে ঐশানি মুখার্জীকে। দ্রুত যোগমায়ার চিকিৎসার দরকার। তাঁর আসল পরিচয় জানা নেই কারোর। এদিকে পুলিশ আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। ঐশানীর বোন ঘটনাটা বললেও সাক্ষী দিতে সে অস্বীকার করে। সে সরাসরি বলে, যা প্রশ্ন করার তা যেন দিদি ঐশানিকেই করা হয়। তবে ঐশানি মুখার্জি চরিত্রটি নিয়ে রহস্য বাড়ছে। ‌তাঁর কি সত্যি কোন যোগ রয়েছে যোগমায়ার সঙ্গে?

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Mithijhora: মিথ্যের জের! শ্বশুরবাড়ি ছেড়ে চলে এল নীলাঞ্জনা! সব দোষ রাইয়ের! বাড়িতে এসেই দিদিকে চরম অপমান নীলুর

About Author