লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Jio Unchanged Recharge Plans: Jio-র এই প্ল্যানগুলির দাম বাড়েনি, তবে কী বদল আনা হল?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio Unchanged Recharge Plans: চলতি বছরের জুলাই মাসের ৩ তারিখ থেকে জিও, এয়ারটেলের মতন টেলিকম কোম্পানিগুলির রিচার্জ প্ল্যানের দাম বেড়েছে এক ধাক্কায়। যার ফলে সাধারণ গ্রাহকদের মনে তৈরি হয়েছে ক্ষোভ। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার নানারকম পোস্টের মধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন মানুষজন। কতদিন পর্যন্ত কোন প্ল্যান উপলব্ধ, কতগুলি কল, কত জিবি ডেটা ও কতগুলি এসএমএস করতে দেওয়া হবে, সেগুলিতেই বদল আনা হয়েছে। আর তাতেই ক্ষেপে উঠেছে জনতা।

কোন কোন প্ল্যানগুলির দামে কোনও বদল হয়নি ?

এই তালিকায় রয়েছে। জিও-র চারটি প্ল্যান। এই প্ল্যানগুলি যথাক্রমে ২৩৯ টাকা, ৬৬৬ টাকা, ৭১৯ টাকা ও ৭৪৯ টাকা।

কোন কোন প্ল্যানগুলি বদল করা হয়েছে?
২৩৯ টাকার প্ল্যান:
  • আগে ১০০টি এসএমএস, দৈনিক ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল উপলব্ধ ছিল ২৮ দিনের জন্য।
  • এখন ১০০টি এসএমএস, দৈনিক ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। ২২ দিন ভ্যালিডিটি। এই প্ল্যানে ৫জি পাওয়া যাবে না।
৬৬৬ টাকার প্ল্যান:
  • আগে ১০০টি এসএমএস, দৈনিক ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। ৮৪ দিন ভ্যালিডিটি।
  • এখন ১০০টি এসএমএস, দৈনিক ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। ৭০ দিন ভ্যালিডিটি। অর্থাৎ ১৪ দিন কম পরিষেবা পাওয়া যাবে। এই প্ল্যানে ৫জি ডেটার সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।এখন থেকে শুধু প্রতিদিন ২ জিবি বা তার বেশি ডেটার প্যাকেই ৫জি স্পিড পাওয়া যাবে।
৭১৯ টাকার প্ল্যান:
  • আগে ১০০টি এসএমএস, দৈনিক ২ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। ৮৪ দিন ভ্যালিডিটি।
  • এখন ১০০টি এসএমএস, দৈনিক ২ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। ৮৪ দিন ভ্যালিডিটি। অর্থাৎ ১৪ দিন কম পরিষেবা পাওয়া যাবে।
৭৪৯ টাকার প্ল্যান:
  • আগে যা ছিল ১০০টি এসএমএস, দৈনিক ২ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। ২০ জিবি ডেটা অতিরিক্ত। ৯০ দিন ভ্যালিডিটি।
  • এখন ১০০টি এসএমএস, দৈনিক ২ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল। ২০ জিবি ডেটা অতিরিক্ত। ৭২ দিন ভ্যালিডিটি। অর্থাৎ ১৮ দিন কম পরিষেবা পাওয়া যাবে।

আরও পড়ুন: জিও, এয়ারটেলকে টক্কর দিতে 10 হাজার 4G টাওয়ার ইন্সটল বিএসএনএলের! কবে থেকে শুরু হবে 5G পরিষেবা? জানুন বিস্তারিত

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।