লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Jio: বাজারে টিকে থাকার প্রতিযোগিতা! এই প্ল্যানের দাম বাড়িয়েও ফের আগের দামেই ফিরিয়ে আনল জিও, সঙ্গে বাড়ল মেয়াদও!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio: ব্যবসায়ীদের কাছে গ্রাহকরাই হলেন লক্ষ্মী। কিন্তু এই লক্ষ্মী যদি হারিয়ে যায় আম্বানির বাড়ি থেকে তবে তো মুশকিল। তাইতো এবার বড় সিদ্ধান্তের পথে রিলায়েন্স জিও। জুলাই মাসেই নিজেদের রিচার্জ ট্যারিফ অনেকটাই বাড়িয়ে দিয়েছে জিও।

প্রায় ২৫ শতাংশ বাড়ানো হয়েছে রিচার্জ। যার ফলে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ একসময় সম্পূর্ণ ফ্রিতে জিও সিম দেওয়ার ব্যবস্থা করেছিল মুকেশ আম্বানির এই সংস্থা। কিন্তু এখন সেসব অতীত। যে প্ল্যানের দাম ছিল ২০০ টাকা সেটা হয়ে গিয়েছে ৫০০। এই অবস্থায় বিশেষ করে মধ্যবিত্তরা হয়েছেন ভুক্তভোগী।

এই সময় অনেকেই চাইছেন বিএসএনএল সিমে নিজেদের মোবাইল পোর্ট করতে। একদিকে যেমন কম দামে রিচার্জ পাওয়া যায় অন্যদিকে আরও নানান সুবিধা রয়েছে। তাই জিও সিম ব্যবহার না করে এখন বিএসএনএলের দিকেই ঝুঁকছেন সকলে। বর্তমানে বিএসএনএল তাদের ইন্টারনেট গটি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। মোটা টাকা খরচ করে নয়, জিওর থেকে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে জিওর তুলনায় বেশি সুবিধা। এবার চিন্তায় পড়েছে জিও। তাই তারা সিদ্ধান্ত প্রত্যাহার করবার সিদ্ধান্ত নিয়েছে।

জিওর প্ল্যান: জিওর ৩৩৬ দিনের প্ল্যনের বাড়ানো হয়েছে ১৮৯৯ টাকায়। তাতে ২৪ জিবি ডাটা এবং আনলিমিটেড কলিং পাওয়া যায়। ৩৬৫ দিনের যে বার্ষিক প্ল্যান তার দাম বর্তমানে ৩৫৯৯। তাতে বেড়েছে ৬৬০ টাকা। হু হু করে বেড়ে গিয়েছে, রিচার্জের দাম।

WhatsApp Group Join Now

২৮ দিনের ভ্যালিডিটি যুক্ত সবচেয়ে সস্তা প্ল্যান বর্তমানে দাম ১৮৯ টাকা তাদের পাওয়া যায় ৫৬ দিনের ভ্যালিডিটি প্ল্যানে দৈনিক ডেটা।। ৮৪ দিনের ভ্যালিডিটি প্ল্যানের দাম ৯৯৯ থেকে বাড়িয়ে করা হয়েছে এক ১১৯৯ টাকা। এতে পাওয়া যাচ্ছে দৈনিক দুই জিবি ডাটা এবং মোট ডেটা ১৯২ জিবি। এর সাথে রয়েছে আবার ফাইভজি কানেকশনের সুবিধা।

আরও পড়ুন: Gold Rate: আজ বাজেটের পর ঝপ করে কমে গেল সোনার দাম, জেনে নিন আজকের সোনার দাম

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।