লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Jio Recharge Plan Traffic Hike: মাথায় হাত মধ্যবিত্তের! রিচার্জ প্ল্যানের দাম বাড়াল জিও! কোনটায় কত খরচ পড়বে এইবার থেকে?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio Recharge Plan Traffic Hike: আম্বানির ছেলের বিয়ে তাই কি বাড়িয়ে দেওয়া হলো? রিচার্জ প্ল্যান!! আবারো বাড়লো জিওর রিচার্জ প্ল্যান। আনলিমিটেড এবং ডেটা রিচার্জ প্লান বেড়ে গেল এক ধাক্কায়। প্রতি বছরে একজন গ্রাহককে ৮৭০ টাকা বেশি খরচ করতে হবে এবার থেকে। নয়া নিয়ম কার্যকর হতে চলেছে ৩ জুলাই থেকে!

কতটা পরিবর্তিত হতে চলেছে রিচার্জ প্ল্যান
  • ১৫৫ টাকায় ২ জিবি ডেটা ২৮ দিনের ভ্যালিডিটি সহ পাওয়া যাচ্ছিল এতদিন। এবার তা বের হলো ১৮৯ টাকা।
  • অন্যদিকে দৈনিক ১ জিবি ডাটা ২৮ দিনের জন্য পাওয়া যাচ্ছিল ২০৯ টাকায়! এবার তা বের হলো ২৪৯ টাকা!
  • ২৩১ টাকায় দৈনিক ১.৫ জিবি ডাটা ২৮ দিনের জন্য পাওয়া যাচ্ছিল! এবার তা বেরে হলো ২৯৯ টাকা!
  • অন্যদিকে দৈনিক ২ জিবি ডাটা ২৯৯ টাকায় পাওয়া যাচ্ছিল ২৮ দিনের জন্য। কিন্তু এবার তা বেড়ে হল ৩৪৯ টাকায়!
  • ৩৪৯ টাকার দৈনিক ২.৫ জিবি ডেটা ২৮ দিনের ভ্যালিডিটিসহ বেরে হলো ৩৯৯ টাকা!
  • ৩৯৯ টাকা বৈধ রিচার্জ প্ল্যান ২৮ দিন দৈনিক ৩ জিবি ডাটা! তা বেড়ে হল ৪৪৯ টাকা!
২ মাসের প্ল্যান গুলিতে:
  • দৈনিক ২.৫ জিবি ডাটা ৪৭৯ টাকা ৫৬ দিন, তার দাম বের হল ৫৭৯ টাকা।
  • এদিকে দৈনিক ২ জিবি ডাটা ৫৬ দিন যার দাম ৫৩৩ টাকা থেকে বের হলো ৬২৯ টাকা।
  • ৩৯৫ টাকায় এতদিন পাওয়া যেত ৬ জিবি ডেটা ৮৪ দিনের জন্য এবার তা বেড়ে হলো ৪৭৯ টাকা!
  • ৬৬৬ টাকায় দৈনিক ১.৫ জিবি ডাটা ৮৪ দিনের জন্য বের হলো ৭৯৯!
  • ৭১৯ টাকার রিচার্জ প্লানে এতদিন দৈনিক ২ জিবি ডাটা পাওয়া যেত ৮৪ দিনের জন্য! সেটা বের হয়েছে ৮৫৯ টাকা।
  • এছাড়া ৯৯৯ টাকার রিচার্জ প্লানে দৈনিক ৩ জিবি ডাটা পাওয়া যেত ৮৪ দিনের জন্য। এবার খরচ করতে হবে ১১৯৯ টাকা।

এক বছরে: ১৫৫৯ টাকায় ২৪ জিবি ডেটা পাওয়া যেত ৩৬৬ দিনের জন্য যার দাম ছিল ১৮৯৯ টাকা।

২৯৯৯ টাকায় দৈনিক ২.৫ জিবি ডাটা পাওয়া যেত ৩৬৫ দিনের জন্য এখন তা বের হলো ৩৫২৯ টাকা!

ভ্যালিডিটি প্ল্যান:

অনেকেই দৈনিক প্রয়োজন অনুযায়ী ডেটা ফুরিয়ে গেলেই বাড়তি রিচার্জ করেন। কেউ এক জিবি আবার কেউ দেড় জিবি। সেখানেও পড়েছে কোপ। ১৫ টাকা ১ জিবি মুল প্লানের ভ্যালিডিটির সঙ্গে এবার থেকে দিতে হবে ১৯ টাকা। ২ জিবি পুরনো প্ল্যানে ২৫ টাকা তার বদলে দিতে হবে ২৯ টাকা। ৬১ টাকা ৬ জিবি মূল প্ল্যান এর ভালিডিটির সঙ্গে এবার খরচ করতে হবে ৬৯ টাকা!

WhatsApp Group Join Now
পোস্টপেড প্ল্যান:

শুধু প্রিপেড নয় পোস্ট পেড প্লান বাড়ানো হয়েছে। ২৯৯ টাকা ৩০ জিবি ডাটা বিলের সময় সীমার মধ্যে থাকলেও এবার গুনতে হবে ৩৪৯। ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান এ থাকে ৭৫ জিবি ডাটা এবার দিতে হবে ৪৯৯ অর্থাৎ এক ধাক্কায় ১০০ টাকার হেরফের।

আরও পড়ুন: Phulki: ‘ফুলকি’-তে ম’হা’প্র’ল’য়! বন্যায় রোহিতকে বাঁচাতে প্রাণ দিল ফুলকি! অধরাই রয়ে গেল ফুলকি-রোহিতের প্রেম?

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।