লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Jio Recharge Plan: নিজেদের সবথেকে সস্তা তিনটি রিচার্জ প্ল্যান এবার বন্ধ করে দেওয়া হলো জিও পক্ষ থেকে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio Recharge Plan: যে টেলিকম কোম্পানি এতদিন পর্যন্ত সকলের মন জয় করেছিল, যে টেলিকম কোম্পানি এতদিন বাজারে আসার পরে সকলকে বিনামূল্যে পরিষেবা দিয়েছিল সেই টেলিকম কোম্পানি আজ বর্জন করছে সাধারণ মানুষজন। গত ৩রা জুলাই জিও রিচার্জ মূল্য বাড়িয়ে দেবার পর থেকে সাধারণ মানুষ জিও এর উপর বেজায় খেঁপে রয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে জিও সিম বয়কট করার দাবি তুলেছিল অসংখ্য মানুষ। কিন্তু এতে কোন ভ্রুক্ষেপ নেই জিও রিলায়েন্স এর মালিক মুকেশ আম্বানির। জিও, এয়ারটেল এর রিচার্জ মূল্য বৃদ্ধি পাওয়ার পরে অনেকেই BSNL এর সিম কিনে নিয়েছেন। কারণ BSNL এ এখনও কম দামে অনেক ভালো প্ল্যান রয়েছে।

তবে জিও যে শুধুমাত্র নিজেদের রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়েছে তা নয়, পাশাপাশি নিজেদের সবথেকে কম দামি যে রিচার্জ প্ল্যান গুলো ছিল সেগুলিও তুলে দিয়েছে। জিওর সবথেকে তিনটি সস্তার রিচার্জ প্ল্যান হলো ১৫৫ টাকা, ৩৯৫ টাকা এবং ১৫৫৯ টাকা। এই তিনটে প্ল্যানই বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবর্তে সংস্থার তরফ থেকে নতুন তিনটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে এবং সেই তিনটি রিচার্জ প্ল্যানে আগের মতই সুবিধা দেওয়া হচ্ছে। তবে নতুন তিনটি রিচার্জ প্ল্যানের দাম আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে।

১৮৯ টাকা : ১৮৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে জিও গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পাবেন। এর পাশাপাশি এই প্ল্যানটি রিচার্জ করলে পাওয়া যাবে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল, ২৮ দিনের জন্য ২ জিবি ডেটা, ২৮ দিনের জন্য ৩০০ টি এসএমএস, জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন।

৪৭৯ টাকা : ৪৭৯ টাকার রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের ৮৪ দিনের ভ্যালিডিটি দিয়ে থাকে। এই রিচার্জ প্ল্যানটিতে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ রয়েছে। এর পাশাপাশি রয়েছে ৮৪ দিনের জন্য ৬ জিবি ডেটা, ৮৪ দিনের জন্য ১০০০ টি এসএমএস এবং জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন।

WhatsApp Group Join Now

১৮৯৯ টাকা : ১৮৯৯ টাকার রিচার্জ প্ল্যানটির বৈধতা হলো ৩৩৬ দিন। এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কের আনলিমিটেড কথা বলার সুযোগের পাশাপাশি মোট ৩৬০০ টি এসএমএস এবং মোট ২৪ জিবি ডেটা দেওয়া হয়ে থাকে। এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন।

আরও পড়ুন: Snehasish Ganguly: ৫৯-এ ফের বিয়ের পিড়িতে বসতে চলেছে সৌরভ গাঙ্গুলীর দাদা স্নেহাশীষ গাঙ্গুলী, জানেন পাত্রী কে?

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।