লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Jio Recharge Plan: বিপাকে পড়ে নিজেদের পুরনো প্ল্যান ফিরিয়ে আনলো জিও, বাড়িয়ে দেওয়া হলো প্ল্যান গুলির বৈধতা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio Recharge Plan: বর্তমানে বহুমূল্যের বাজারে প্রতিদিনই কোনো না কোনো জিনিসের দাম বাড়ছে। সেরকমই চলতি মাসে ভারতীয় টেলিকম কোম্পানি গুলোর রিচার্জ মূল্য বৃদ্ধি পেয়েছে। জিও, এয়ারটেল এর রিচার্জ মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়েছে। এখন সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। আর ফোন ছাড়া এখন এক মুহুর্ত চলাও সম্ভব নয়, কারণ বর্তমানে এই ফোন হল একমাত্র যোগাযোগের মাধ্যম।

তাই ফোন থাকলে সেটা রিচার্জ করাটা বাধ্যতামূলক। সেই সুযোগকেই কাজ লাগিয়ে প্রতিবছর রিচার্জের দাম বাড়ানো হচ্ছে। তাই দাম বেড়ে যাওয়ার পরে অনেকেই সস্থার রিচার্জ প্ল্যান খুঁজছে। আর সেই সুযোগ দিচ্ছে BSNL। প্রতিদিনই BSNL এর গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যে দু লক্ষেরও বেশি মানুষ BSNL সিম কিনেছেন। আবার কেউ কেউ তাদের পুরনো সিম পোর্ট করেছেন BSNL-এর। তাই এবার বিপাকে পড়ে রিচার্জের দাম কমালো jio।

আগে Jio র ৯৯৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান ছিল। কিন্তু প্ল্যানের দাম বৃদ্ধির ফলে সেই প্ল্যানটির দাম ৯৯৯ টাকার পরিবর্তে বর্তমানে ১১৯৯ টাকা করা হয়েছে। আর এতে বিপাকে পড়েছে মধ্যবিত্ত মানুষ। অনেকেই এই ৯৯৯ টাকা রিচার্জ করাতেন আগে, দাম বেড়ে যাওয়ায় পকেটে টান পড়েছে। আর তাতে ক্ষোভের মুখে পড়তে হয়েছে জিও কে।

তাই বিপদ বুঝে এবারে নিজেদের ৯৯৯ টাকার প্ল্যান ফিরিয়ে আনলো জিও (Jio Recharge Plan)। তবে এই প্ল্যানের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি এই প্ল্যানের বৈধতা বাড়ানো হয়েছে। আগে এই প্ল্যান ৮৪ দিনের জন্য বৈধ ছিল। বর্তমানে ৯৮ দিনের বৈধতা দেওয়া হচ্ছে। চলুন তাহলে এই প্ল্যান সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

WhatsApp Group Join Now
Jio ৯৯৯ প্ল্যান:

আগে ৯৯৯ টাকার এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা পেতেন। কিন্তু এখন থেকে ২ জিবি ডেটা পাওয়া যাবে। তবে যেহেতু প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে জিও- র ৯৯৯ টাকার নতুন প্রিপেড রিচার্জ প্ল্যানে ইউজাররা ৫জি কানেক্টিভিটির সাপোর্ট পাবেন। পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি SMS ফ্রি- তে পাওয়া যাবে। আগে এই প্ল্যান ৮৪ দিনের জন্য বৈধ ছিল, বর্তমানে ৯৮ দিনের জন্য সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: Post Office Scheme: এখন ঘরে বসেই প্রতি মাসে পাবেন মোট অংকের টাকা, পোস্ট অফিস নিয়ে এলো দারুন একটি স্কিম

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।