লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Jio Recharge: দাম বৃদ্ধির পর থেকেই চাপের সম্মুখীন জিও! গ্রাহক ধরে রাখতে এইবার ৮৪ দিনের রিচার্জ প্ল্যানে ৫০ টাকা ছাড়! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio Cashback: রিচার্জ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে জিও এয়ারটেল ভিআই এর মতন সংস্থাগুলি। রিচার্জ করাতে গিয়ে পকেট থেকে সমস্ত টাকাই প্রায় শেষ হয়ে যাচ্ছে মধ্যবিত্তদের। এই অবস্থায় অনেকেই bsnl এ সিম পোর্ট করার কথা ভাবছেন। তার কারণ অবশ্যই সবচেয়ে কম দামে রিচার্জ সরবরাহ করছে বিএসএনএল।

জিওর উপর চাপ:

ভারত সরকারের রাষ্ট্রীয় এই সংস্থা এখনো বাড়ায়নি তাদের রিচার্জর দাম। প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে জিওর ট্যারিফ প্ল্যান। বহু গ্রাহক ইতিমধ্যেই জিও সিম পরিত্যাগ করে চলে গিয়েছে বিএসএনএলে। স্বাভাবিকভাবেই জিওর উপর পড়ছে বাড়তি চাপ। এবার তারা ৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে রিচার্জে।

যেভাবে তাদের ব্যবসা মন্দা হচ্ছে তাতে গ্রাহকদের কথা ভেবে এই নতুন ভাবনা জিওর। এটি মূলত একটি ৮৪ দিনের প্ল্যান। ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে এই প্ল্যানে! ১o৮৮ টাকা রিচার্জ করলে গ্রাহকরা প্রতিদিন পেতে পারেন ২ জিবি ডাটা! এছাড়া পাওয়া যাবে আরো নানান সুবিধা। প্লানের ভেলিডিটি ৮৪ দিন।

৮৪ দিনের রিচার্জ:

প্রতিদিন পাচ্ছেন আনলিমিটেড কল এবং ১০০ টি করে এসএমএস সুবিধা। এখানেই শেষ নয় রয়েছে জিও টিভি জিও সিনেমা এবং জিও সুইগি সাবসক্রিপশন। রিচার্জ করলে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারবেন গ্রাহক। এছাড়া তিন মাসের সুইগী ওয়ান লাইট সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে মাত্র ৬০০ টাকায়।

WhatsApp Group Join Now

৫০ টাকা পর্যন্ত যে ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহকরা সেটা পরবর্তী রিচার্জর সঙ্গে ধার্য করা হবে। অর্থাৎ সেই টাকা অন্য খাতে খরচ করা যাবে না। আগে এই রিচার্জর দাম ছিল ৮৬৬ টাকা। মূল্যবৃদ্ধির যুগে এখন অনেকটাই বেড়ে গিয়েছে দাম। এই প্ল্যান আগে অবশ্য গ্রাহকদের কোন ক্যাশব্যাক দিত না। তবে এবার দেওয়া হচ্ছে ক্যাশব্যাক, আর সেইসঙ্গে একগুচ্ছ ফ্যাসিলিটি।

আরও পড়ুন: Koel Mallick: সম্পত্তি নিয়ে বিবাদ নিজের দাদার সঙ্গে! এইবার আদালতের দ্বারস্থ রঞ্চিত কন্যা! জানুন বিস্তারিত

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।