Jio New Plan: আপনি কি প্রতি মাসে মোবাইল রিচার্জ করতে করতে বিরক্ত? রিচার্জের তারিখ ভুলে যাওয়ার সমস্যায় পড়েন বারবার? তাহলে এবার আপনার জন্য রয়েছে দারুণ খবর! ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও নিয়ে এসেছে এমন একটি বার্ষিক রিচার্জ প্ল্যান, যা একবার রিচার্জ করলেই এক বছরের জন্য আপনার সিম একটিভ থাকবে। এই অফারে রয়েছে কল, ডেটা, এসএমএস এবং বিনোদনের নানা সুবিধা—সবই এক রিচার্জেই।
একবার রিচার্জেই এক বছরের নিশ্চিন্ত জীবন One year of worry-free life with just one recharge
বর্তমানে দেশে প্রায় ৪৬ কোটির বেশি মানুষ জিওর পরিষেবা ব্যবহার করেন। স্বল্প খরচে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য এই সংস্থা সব সময়েই গ্রাহকদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। এবার আরও এক ধাপ এগিয়ে, জিও নিয়ে এসেছে একটি বছরব্যাপী রিচার্জ প্ল্যান।
এই প্ল্যানে একবার রিচার্জ করলেই গোটা বছর কোনো চিন্তা ছাড়াই ব্যবহার করতে পারবেন মোবাইল। শুধু ফোন কল নয়, থাকছে প্রতিদিন ইন্টারনেট এবং SMS ব্যবহারের সুবিধাও।
কী সুবিধা থাকছে ৩৫৯৯ টাকার জিও প্ল্যানে? What are the benefits of the Jio plan of Rs 3599?
রিলায়েন্স জিও’র ৩৫৯৯ টাকার বার্ষিক প্ল্যানে আপনি নিচের সমস্ত সুবিধাগুলি পাবেন—
৩৬৫ দিনের ভ্যালিডিটি – একবার রিচার্জ করলেই পুরো এক বছর ব্যাবহার করা যাবে।
আনলিমিটেড কলিং – দেশের যেকোনো নেটওয়ার্কে অনবরত কথা বলার সুযোগ।
প্রতিদিন ১০০টি SMS – প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে মেসেজ পাঠানো যাবে।
দৈনিক ২.৫ জিবি হাই-স্পিড ডেটা – প্রতি দিন নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট ব্যবহার করা যাবে। অর্থাৎ বছরে মোট ৯১২ জিবি ডেটা পাওয়া যাবে।
ডেটা শেষ হলেও কানেক্টেড থাকবেন – দৈনিক ডেটা শেষ হলে ইন্টারনেট চলবে ৬৪kbps স্পিডে।
5G মোবাইল ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুবিধা – ৫জি ইউজারদের জন্য থাকছে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ।
বিনোদনের জন্য থাকছে OTT এবং ক্লাউড স্টোরেজ OTT and cloud storage for entertainment
এই প্ল্যান শুধুই কল বা ডেটার সুবিধা নয়, সঙ্গে থাকছে আকর্ষণীয় বিনোদন পরিষেবাও।
JioCinema Premium – এই প্ল্যানে আপনি পাচ্ছেন ৯০ দিনের জন্য জিও সিনেমা প্রিমিয়াম সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে।
JioTV – বিভিন্ন লাইভ চ্যানেল ও শো দেখতে পারবেন জিও টিভির মাধ্যমে, একদম ফ্রি।
JioCloud – আপনার প্রয়োজনীয় ফাইল, ছবি বা ভিডিও সংরক্ষণের জন্য ৫০ জিবি ক্লাউড স্টোরেজও থাকছে সম্পূর্ণ বিনামূল্যে।
অতিরিক্ত চাহিদার জন্য ৩৯৯৯ টাকার বিকল্প প্ল্যান Alternative plan of Rs. 3999 for additional demand
যারা চাইছেন আরও কিছু বাড়তি সুবিধা, তাদের জন্য জিও এনেছে ৩৯৯৯ টাকার বার্ষিক প্ল্যান। এই প্ল্যানে ডেটার পরিমাণ এবং OTT কন্টেন্ট অ্যাক্সেস আরও বেশি পরিমাণে দেওয়া হয়। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য ৩৫৯৯ টাকার প্ল্যানটি যথেষ্ট উপযুক্ত ও লাভজনক।
বার্ষিক রিচার্জ প্ল্যানে ঝামেলা মুক্ত মোবাইল ব্যবহার Hassle-free mobile usage with annual recharge plan
প্রতি মাসে রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে ও মোবাইল ব্যবহারে নিশ্চিন্ত থাকতে চাইলে জিওর এই বার্ষিক রিচার্জ প্ল্যান হতে পারে আপনার সেরা সমাধান। একবার রিচার্জ করে পুরো বছর কল, ডেটা, বিনোদন আর ক্লাউড স্টোরেজের সুবিধা উপভোগ করুন—তাও একদম নিরবচ্ছিন্নভাবে! এখনই রিচার্জ করুন এবং মোবাইল ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিন।
আরও পড়ুন। নববর্ষেই বাজিমাত! বজরঙ্গবলীর কৃপায় দুর্দান্ত সফলতা আসছে এই তিন রাশির জীবনে, আজকের রাশিফল, ১৫ই এপ্রিল
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |