লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Jhulan Purnima: সংসারে সুখ-শান্তি ও শ্রীবৃদ্ধি চান? ঝুলন পূর্ণিমায় করুন এই কাজ; ফল পাবেন হাতেনাতে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jhulan Purnima: শ্রীকৃষ্ণ ভক্ত এবং বৈষ্ণবদের কাছে শ্রাবণ মাসের রয়েছে বিশেষ মাহাত্ম্য। এই শ্রাবণ মাসে পালিত হয় ঝুলন পূর্ণিমা (Jhulan Purnima)। দোলনায় দুলে প্রেম লীলায় মত্ত হন শ্রীকৃষ্ণ এবং রাধা। কথিত আছে দ্বাপর যুগে এই দিনেই রাধার সঙ্গে লীলা করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই থেকেই বৃন্দাবনে পালিত হয় এই বিশেষ উৎসব।

বিভিন্ন শ্রীকৃষ্ণ ধাম গুলিতে পালন করা হয় ঝুলন পূর্ণিমা। একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত চলে এই ঝুলন যাত্রা। এবারে ঝুলন যাত্রা শুরু হচ্ছে ১৬ ই আগস্ট। এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণকে খুশি করতে কিছু টোটকা মানতে পারেন। শুধু যে শ্রীকৃষ্ণ খুশি হবেন তেমনটাই নয় আপনার বাড়িতে সমৃদ্ধি লেগেই থাকবে। ইতিবাচক শক্তি প্রবেশ করবে সংসারে।

বিশেষ টোটকা:

যে কয়দিন ধরে চলবে ঝুলন অবশ্যই প্রতিদিন সকালবেলা স্নান সাড়ুন। পারলে একেবারে ব্রহ্মমুহুর্তে স্নান করতে পারেন। এরপরে শুদ্ধ বস্ত্র পড়ে নিন। রাধা কৃষ্ণের মূর্তি কাঁচা দুধ সাদা চন্দন ঘি এবং মধু ও গোলাপ দিয়ে অভিষেক করান। এরপর শ্রীকৃষ্ণকে হলুদ রঙের কাপড় এবং হলুদ ফুল দিয়ে সাজিয়ে দিন। তার পছন্দ মতন নৈবেদ্য দিয়ে তবেই পুজো করবেন।

Jhulan Purnima
Jhulan Purnima

তামার পাত্রে গঙ্গার জল গঙ্গার মাটি এবং ইন্দ্র জব রাখতে পারেন। শ্রীকৃষ্ণকে অভিষেক করতে পারেন এই তিনটি জিনিস দিয়ে। ঝুলনের প্রতিদিন সন্ধ্যায় গীতা পাঠ করা আবশ্যক। পরিচিত কিংবা অপরিচিত কোন শিশুকে বাড়িতে ডেকে এনে খাওয়াতে পারেন এই কয়দিন। তবে মনে রাখবেন সামর্থ্য থাকলেই তা করা বাঞ্ছনীয়।

WhatsApp Group Join Now

এগুলি করলে শ্রীকৃষ্ণের কৃপায় কোনদিন অর্থ কষ্টে ভুগতে হবে না।। ভগবান শ্রীকৃষ্ণ শুধুই প্রেম বিলিয়ে দেবেন। হিংসা হানাহানি নয় সূচিত হবে ভালোবাসার সংসার। তাই অবশ্যই ঝুলনের দিন মেনে চলুন এই টোটকা গুলি। এতে হাতেনাতে ফল পাবেন গৃহে অবস্থান করবে ধনাত্মক শক্তি।

আরও পড়ুন: Har Ghar Tiranga Certificate: স্বাধীনতা দিবসে বিনামূল্যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে! দেখে নিন কীভাবে পাবেন

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।