লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

ICC Breaking: আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ! কবে থেকে কাঁধে তুলে নেবেন দায়িত্বভার? জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ICC Breaking: অবশেষে নতুন পদ পেলেন জয় শাহ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান হলেন জয় শাহ। এবার আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন নাম উজ্জ্বল করলেন তিনি। এতদিন তিনি ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তবে এবার পেলেন গুরুদায়িত্ব। কোনরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই স্বাধীন চেয়ারম্যান হলেন ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ। ভারতীয় বোর্ডের সচিব এবার বিশ্ব ক্রিকেটের দায়িত্ব সামলাবেন তা বলাই বাহুল্য। আইসিসির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানেই এই বড় খবর দেওয়া হয়েছে। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান হল।

আইসিসির চেয়ারম্যান পদে নিয়োজিত হলেন তিনি। প্রসঙ্গত বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কেল অবসর নিতে চলেছেন পহেলা ডিসেম্বর। তারপরেই নতুন পদের স্থলাভিষিক্ত হবেন অমিত শাহের ছেলে। প্রসঙ্গত ক্রিকেটের সম্রাজ্যে গত কয়েক বছর ধরে বেশ ভালই জায়গা করে নিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পুত্র। এর আগে গুজরাট ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব ছিলেন তিনি। কখনো তাকে ব্যাটবল হাতে মাঠে খেলতে দেখা না গেলেও ক্রিকেট সম্পর্কে যথেষ্ট ক্ষুরধার জ্ঞান রয়েছে। বোর্ডের এক্সিকিউটিভ ফিন্যান্স কমিটিতে ছিলেন তিনি বেশ কয়েক বছর।

২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে তাকে দায়িত্ব অর্পণ করা হয় তবে তখন থেকেই তার যোগ্যতা নিয়ে উঠেছেন নানান প্রশ্ন। ২০২১ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি পদে নির্বাচিত হন তিনি। তবে তার এই দায়িত্ব এক প্রকার নিশ্চিত করে দিয়েছিলেন বর্তমান আইসিসি সচিব গ্রেগ। তিনি বলেছিলেন তৃতীয়বারের জন্য আর লড়াই করবেন না। এদিকে আইসিসি বোর্ড মেম্বারদের মধ্যে তেমন কোন প্রতিযোগিতা ছিল না। প্রতিযোগিতা না থাকায় একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন জয়।

WhatsApp Group Join Now

এদিকে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন আমি অত্যন্ত সম্মানিত দায়িত্ব নিয়ে লক্ষ্য থাকবে আইসিসি টিম এবং সদস্য দেশগুলিকে একসাথে নিয়ে আসার। বিশেষ করে ক্রিকেটকে গোটা বিশ্বজুড়ে আন্তর্জাতিক খেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার। বিভিন্ন ফরমেটের খেলা রয়েছে সবকিছুকে তিনি ব্যালেন্স করে চলবেন বলেও জানান।

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।