২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কৃশ’ (Krrish) সিনেমা যেন ভারতীয় সুপারহিরোদের দুনিয়ায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। শহরের ব্যস্ততা কিংবা গ্রাম্য জীবন—সব জায়গাতেই ছেলেমেয়েদের মুখে তখন ছিল একটাই নাম—কৃশ! হৃতিক রোশনের (Hrithik Roshan) দুর্দান্ত অভিনয়, প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra) উপস্থিতি আর রাজেশ রোশনের সুর—সব মিলিয়ে সেই সিনেমা এক বিশেষ জায়গা দখল করে নিয়েছিল দর্শকের মনে।
বলিউডে ফিরছেন ‘ক্রিশ ৪’-এর পুরনো জুটি? (Bollywood Comeback Buzz)
একটা সময় ছিল যখন হৃতিক আর প্রিয়ঙ্কা মানেই ছিল হিট জুটি। ‘কৃশ’, ‘কৃশ ৩’, ‘অগ্নিপথ’-এর মতো একাধিক ছবিতে তাদের কেমিস্ট্রি দর্শক প্রশংসায় ভাসিয়েছিল। এরপর সময় বদলেছে, প্রিয়ঙ্কা পাড়ি দিয়েছেন হলিউডে (Hollywood)। কিন্তু এখন যখন ‘কৃশ ৪’ (Krrish 4) নিয়ে নতুন করে জল্পনা তুঙ্গে, তখনই গুঞ্জন উঠেছে—ফের কি হৃতিক-প্রিয়ঙ্কার ম্যাজিক দেখা যাবে বড়পর্দায়?
‘ক্রিশ ৪’-এর প্রস্তুতি তুঙ্গে, রাজেশ রোশনের ইঙ্গিত (Krrish 4 Preparation & Updates)
শোনা যাচ্ছে, ‘ক্রিশ ৪’ ইতিমধ্যেই প্রি-প্রোডাকশনের (Pre-Production) কাজ শুরু করে দিয়েছে রাকেশ রোশন (Rakesh Roshan)। এই ফ্রাঞ্চাইজির প্রতি দর্শকদের আগ্রহ এবং ভালবাসা এতটাই যে, নির্মাতারা এবার আরও বড় ক্যানভাসে ছবিটি আনার পরিকল্পনা করছেন। জানা গিয়েছে, এই ছবিতে নাকি থাকবে টাইম ট্র্যাভেলের (Time Travel) নতুন কনসেপ্ট, সঙ্গে ভিএফএক্স-এ এক অন্য উচ্চতা। তবে এখানেই শেষ নয়, হৃতিক রোশনের বিপরীতে কে থাকবেন, তা নিয়ে জোর চর্চা চলছে ইন্ডাস্ট্রিতে।
Read More: বিয়ে পর্ব মিটতেই হানিমুনে দিলীপ ঘোষ! কোথায় যাচ্ছেন জানলে চোখ কপালে উঠবে
গুজব, না কি সত্যি? প্রিয়ঙ্কার নাম ফের আলোচনায় (Priyanka Chopra Comeback Rumours)
বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, ‘ক্রিশ ৪’-এ প্রিয়ঙ্কা চোপড়ার ফেরার সম্ভাবনা বেশ জোরালো। যদিও অভিনেত্রী কিংবা নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, নির্মাতারা প্রিয়ঙ্কার সঙ্গে প্রাথমিক স্তরে কথা বলেছেন এবং তিনিও আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে, ‘প্রীতি’র চরিত্রটিকে ঘিরে এক নতুন মোড় আনতে চায় স্ক্রিপ্ট টিম, যাতে পুরনো দর্শকরা নস্টালজিয়া ফিরে পান এবং নতুন প্রজন্মের দর্শকরাও আগ্রহী হয়ে ওঠে।
‘ক্রিশ ৪’-এর অফিশিয়াল ঘোষণা কবে? অপেক্ষায় দর্শক (Krrish 4 Official Announcement)
নানা সূত্র মারফত জানা যাচ্ছে, প্রিয়ঙ্কার সঙ্গে ফের একবার চূড়ান্ত আলোচনায় বসেছেন রাকেশ রোশন। ছবির চিত্রনাট্যেও ইতিমধ্যেই বদল আনা হচ্ছে যাতে ‘প্রীতি’-র চরিত্রকে আবার ফিরিয়ে আনা যায়। যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে আগামী মাসেই নির্মাতারা অফিশিয়াল ঘোষণা (Official Announcement) করতে পারেন প্রিয়ঙ্কার কামব্যাক নিয়ে। আর যদি সেটা সত্যি হয়, তাহলে বলিউডে আবার একবার ফিরবে হৃতিক-প্রিয়ঙ্কা জুটির স্বর্ণযুগ, যা দর্শকদের জন্য এক দারুণ সারপ্রাইজ হতে চলেছে।
Related: রচনার শুভেচ্ছায় ধোঁয়াশা! দিলীপ ঘোষের বিয়েতে ‘ঘাসফুল’ এর গন্ধ খুঁজছেন অনেকেই, শুরু রাজনৈতিক জল্পনা
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |