IPL: শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা। কলকাতার বিভিন্ন প্রান্তে ভোরের দিক থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি (Rain) শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ সারাদিনই রোদঝলমলে আকাশ দেখা যাবে না। বরং দুপুরের পর থেকে ঝোড়ো হাওয়ার (Storm) সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর এবং শহরতলির বিভিন্ন অঞ্চলে। এই আবহাওয়ার কারণে কলকাতার IPL 2024 (Indian Premier League) ম্যাচ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ম্যাচের আগে বৃষ্টি হলে মাঠের পরিস্থিতি কী হবে, তা নিয়ে চিন্তায় ক্রিকেটপ্রেমীরা।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কোথায় কেমন হবে পরিস্থিতি?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড়-বৃষ্টি (Thunderstorm) হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগে প্রতি মাসে মিলবে ৯২৫০ টাকা; জানুন বিস্তারিত
উত্তরবঙ্গেও প্রভাব, কমলা সতর্কতা জারি
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আবহাওয়া (Weather) খারাপ হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং-সহ আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। এইসব এলাকায় হঠাৎ ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
তাপমাত্রার পতন, স্বস্তি নাকি অস্বস্তি?
বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই কলকাতা এবং আশেপাশের অঞ্চলে তাপমাত্রা (Temperature) কমতে শুরু করেছে। আগামী কয়েক দিনে পারদ আরও ৩-৪ ডিগ্রি কমতে পারে। যদিও দিনের বেলা আর্দ্রতার (Humidity) মাত্রা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। তবে রাতের দিকে আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক থাকবে বলে অনুমান।
আইপিএল ম্যাচের ভাগ্য কী হবে?
সবচেয়ে বড় প্রশ্ন, আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন্স (Eden Gardens)-এ IPL ম্যাচ ঠিকমতো হবে তো? আবহাওয়া দফতর জানাচ্ছে, সন্ধ্যায় কলকাতায় বৃষ্টি (Rainfall) হওয়ার সম্ভাবনা প্রবল। তবে বৃষ্টি কতক্ষণ চলবে, তার উপর নির্ভর করবে ম্যাচের ভবিষ্যৎ। যদি কয়েক ঘণ্টার মধ্যেই আবহাওয়া স্বাভাবিক হয়, তাহলে খেলা শুরু হতে পারে সামান্য দেরিতে। তবে বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে KKR বনাম RCB ম্যাচ বাতিল হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই এখন সকলের নজর আকাশের দিকেই!