লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Indian State Literacy: দেশে নিরক্ষতার নিরিখে শীর্ষে কোন রাজ্য! পশ্চিমবঙ্গ কোন স্থানে রয়েছে? জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian State Literacy: কথায় বলে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। একসময় শিক্ষা ছিল ব্যয়বহুল কিন্তু এখন শিক্ষা গ্রহণ হয়ে উঠেছে সবচেয়ে সহজলভ্য। সাক্ষরতার পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছে ভারত। খুব কম সংখ্যক মানুষ রয়েছেন যারা লিখতে কিংবা পড়তে পারেন না। বিশেষ করে প্রান্তিক শ্রেণীর মানুষদের মধ্যে শিক্ষার হার বাড়ছে। পিছিয়ে পড়া রাজ্যের ছেলেমেয়েরা এখন দেশের উচ্চপদ অর্জন করে রয়েছেন। শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ দুটোই বাড়ছে ভারতে। উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়া বিভিন্ন রাজ্যে এখন শিক্ষা ক্ষেত্রে বিরাট স্থানে এগিয়ে এসেছে। এর মধ্যে প্রথমেই রয়েছে বিহার।

Indian State Literacy Rate:

বিহারে সবচেয়ে বেশি নিরক্ষর মানুষ বসবাস করেন। এখানে ৬১.৮০ শতাংশ মানুষ স্বাক্ষর। অর্থাৎ অক্ষর জ্ঞান রয়েছে এবং লিখতে পারেন। অথচ এই বিহার থেকে প্রতিবছর বহু ছেলেমেয়েরা ইউপিএসসি পরীক্ষায় পাশ করে আইএএস অফিসার হয়ে থাকেন।

◆ এরপরেই রয়েছে উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশের ক্ষমতা নিয়ে ভারত এবং চীনের মধ্যে চলতেই থাকে দ্বন্দ্ব। সেখানে সংকটময় পরিস্থিতিতে শিক্ষার হার অনেকটাই কম স্বাক্ষরতা মাত্র ৬৫.৩৮ শতাংশ।

◆ এর পরে রয়েছে রাজস্থান। মরুরাজ্য রাজস্থান বিভিন্ন দিক থেকে পিছিয়ে একইসঙ্গে এখানে সাক্ষরতার হার খুবই কম। মাত্র ৬৬.১%।

WhatsApp Group Join Now

◆ মাওবাদী অধ্যুষিত ছত্রিশগড় অরণ্য দ্বারা বেষ্টিত। এখানে শিক্ষার হার চতুর্থ। সাক্ষরতার হাড় ৬৬.৪১ শতাংশ।

◆ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। দক্ষিণের এই রাজ্যে সাক্ষরতার হার মাত্র ৬৭.০২ শতাংশ।

◆ এরপরে রয়েছে জম্মু ও কাশ্মীর। নানান রকম অচলাবস্থা জারি থাকে এখানে। সুন্দর এই প্রাকৃতিক স্থানে সাক্ষরতার হার ৬৭.১৬ শতাংশ।

◆ এর পরে রয়েছে উত্তরপ্রদেশ, যোগী রাজ্যে সাক্ষরতার হার মাত্র ৬৭.৬৮ শতাংশ।

আরও পড়ুন: আজই করুন এই কার্ড! পশ্চিমবঙ্গ সরকারের নয়া প্রকল্পে প্রতি বছর মিলবে ১২৫০০ টাকা! জানুন বিস্তারিত

◆ ৮ নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ।, এখানে সাক্ষরতার হার মাত্র ৬৯.৩২ শতাংশ।

◆ এই তালিকার মধ্যে দশম স্থানে অবস্থান করছে অসম। অসমে দেশের সবচেয়ে শিক্ষিত মুখ্যমন্ত্রীর বসবাস। এখানে সাক্ষরতার হার ৭২.১৯ শতাংশ।

About Author
Neha Basu

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।