লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Indian Railway: দূরপাল্লার ট্রেনে যাত্রা হবে আরও আরামদায়ক, বেডরোলে বদল আনছে ভারতীয় রেল

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Indian Railway: আমাদের দেশে যাতায়াতের মাধ্যমে হিসেবে রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই যা তাদের যাতায়াতের মাধ্যমে হিসেবে প্রাথমিক ভাবে রেলপথের উপরই ভরসা করে থাকে। নিত্যযাত্রা হোক বা দূরে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা সবসময় সকলের প্রধান পছন্দের তালিকায় থাকে রেলপথ। তবে বর্তমানে যে সমস্ত ঘটনা ঘটছে তাতে করে রেলের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ করছে সাধারণ মানুষ।

কোথাও যাত্রী সংখ্যা বেশি হলেও টিকিট কম, তো কোথাও আবার এসি কোচে বিনা টিকিটেই উঠে পড়ছে লোকজন। তবে এবার এই সমস্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল (Indian Railway)। দূরপাল্লার ট্রেনে ভ্রমণ করার ক্ষেত্রে রেলের তরফ থেকে এসি কামরার যাত্রীদের বেডরোল দেওয়া হয়। রেলের তরফ থেকে এবার এই বেডরোলে বদল আনা হচ্ছে।

Indian Railway
Indian Railway

দূরপাল্লার ট্রেনের এসি কামরায় ভ্রমণ করার সময় রেলের তরফ থেকে একটি সাদা ওয়াড়ের ভরা একটি বালিশ, দুটি সাদা চাদর ও একটি কম্বল দেওয়া হয়ে থাকে। এটিকেই মূলত বেডরোল বলা হয়। এসি কামরায় ভ্রমণ করার সময় যাতে ঠান্ডা না লাগে এবং যাত্রীরা আরাম করে ঘুমাতে পারেন তার জন্য এমন ব্যবস্থা। তবে রেলের তরফ থেকে এমন ব্যবস্থা করা হলেও বেডরোল নিয়ে বিভিন্ন সময় যাত্রীদের থেকে নানান অভিযোগ শোনা যায়।

এবার ভারতীয় রেল বেডরোল ব্যবস্থায় বদল এনে যাত্রীদের আরো সুবিধা তুলে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। এর জন্য দেশ-বিদেশে সুনাম রয়েছে এমন বেশ কিছু সংস্থার সঙ্গে কথা বলা হচ্ছে। সেই সকল সংস্থার বিভিন্ন প্রোডাক্ট দেখে এবং যাত্রীদের থেকে ফিডব্যাক নিয়ে নতুন ধরনের বেডরোল ব্যবস্থা করা হবে।

WhatsApp Group Join Now

বেডরোলের সঙ্গে যে বালিশের ওয়ার এবং চাদর দেওয়া হয়ে থাকে তাকে বলা হয় লিনেন। রেলের তরফ থেকে এবার যে ধরনের লিনেন দেওয়া হবে সেগুলি আগের তুলনায় অনেক বেশি নরম হবে। এছাড়াও সেগুলি হবে অনেক বেশি টেকসই এবং সেগুলি দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারবে। অন্যদিকে ভারতীয় রেলের বেডরোল নিয়ে যাত্রীদের মধ্যে বিভিন্ন সময় যে সকল অভিযোগ দেখা যায় সেই সকল অভিযোগের অবসান ঘটানোর জন্য রেলের তরফ থেকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Kolkata Metro: কবে যুক্ত হবে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো? বড় আপডেট মেট্রোরেল কর্তৃপক্ষের

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।