Ekchokho.com 🇮🇳

Indian Railways Ticket Booking: এজেন্টরা কিভাবে সহজেই ট্রেনের কনফার্ম টিকিট পায় জানেন? রইলো গোপন তথ্য

Published On:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IRCTC কনফার্ম টিকিট : বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে পরিষেবা দিয়ে আসছে ভারতীয় রেল (Indian Railways Ticket Booking)। প্রতিদিন লাখ লাখ যাত্রী এই পরিষেবা নিয়ে থাকে। দ্রুত এবং সাশ্রয়ী ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় রেলের (Indian Railways Ticket Booking) জুরি মেলা ভার। তবে এর সবচেয়ে বড় সমস্যা হলো টিকিট না পাওয়া। মূলত উৎসবের সময় বা ছুটির সময় ট্রেনের টিকিট পেতে রীতিমতো কালঘাম ছুটে যায় যাত্রীদের। যার ফলে এজেন্ট মারফত টিকিট কাটতে বাধ্য হন যাত্রীরা। তবে সকলের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এজেন্টরা কিভাবে সহজেই কনফার্ম টিকিট পেয়ে যায়? এর পিছনে রয়েছে একাধিক কারণ। বিশদে জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন।

Indian Railways Ticket Booking: এজেন্টরা কিভাবে সহজেই ট্রেনের কনফার্ম টিকিট পায়

১. বাল্ক বুকিং: এজেন্টরা প্রায়ই জনপ্রিয় রুট এবং ছুটির সময় মিলিয়ে প্রচুর সংখ্যক টিকিট আগে থেকে বুক করে রাখেন। এছাড়াও ভারতীয় রেল (Indian Railways Ticket Booking) প্রতিটি রুট এবং প্রতিটি ট্রেনের ক্লাসের জন্য বিশেষ কিছু কোটার ব্যবস্থা করে রাখে। এজেন্টরা বিভিন্ন ক্ষেত্রে এই কোটার সাহায্য নিয়েই নিশ্চিত টিকিট কেটে থাকে।

২. তৎকাল বুকিং: তৎকল কোটায় কনফার্ম টিকিট কাটার ক্ষেত্রেও এজেন্টরা সিদ্ধহস্ত। এক্ষেত্রে যাত্রার কয়েকদিন আগে কাটা যায় তৎকালের টিকিট। এক্ষেত্রে কোথাও যাওয়ার আগে এগুলোই যাত্রীদের শেষ ভরসা হয়ে ওঠে। এক্ষেত্রেও এজেন্টরা একাধিক আইডি ব্যবহার করে ভারতীয় রেলের টিকিট বুক (Indian Railways Ticket Booking) করতে সক্ষম হয়।

৩. অন্য নামে টিকিট বুকিং (Indian Railways Ticket Booking): এজেন্টরা নিশ্চিত টিকিট পেতে বিভিন্ন নামে টিকিট কেটে থাকে। এরপর যাত্রীরা কনফার্ম টিকিট পেতে এজেন্টদের দ্বারস্থ হলে অতিরিক্ত টাকা নিয়ে সেই ব্যক্তির নামে টিকিট করিয়ে দেন তাঁরা। এক্ষেত্রে যাত্রার সময় যদি TTE যাত্রীদের আইডি মেলাতে চান তবে সেক্ষেত্রে জরিমানা নেওয়া হতে পারে। তবে এমনটা হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

৪. প্রযুক্তির ব্যবহার: এজেন্টরা বিভিন্ন ক্ষেত্রে নিশ্চিত টিকিট পেতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে থাকে। যা বিদ্যুৎ গতিতে টিকিট বুক করতে সক্ষম। যা সাধারণ মানুষদের রেলের টিকিট কাটার (Indian Railways Ticket Booking) গতির থেকে এজেন্টের এগিয়ে রাখে। এমন এজেন্টরা সহজেই টিকিট পেয়ে থাকেন।

৫. ওয়েটিং লিস্টে গোলমাল তৈরি করা: এজেন্টরা ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম করার কৌশলও জানে। ফলে তারা ওই লিস্ট পর্যবেক্ষণ করে এবং টিকিট নিশ্চিত হতে পারে কিনা বিচার করে আগে থেকে কেটে রাখা টিকিট বাতিল করে টিকিট কনফার্ম করিয়ে দেয়।

৬. একাধিক একাউন্ট ব্যবহার: এজেন্টরা ভারতীয় রেলের টিকিট কাটার (Indian Railways Ticket Booking) জন্য বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের একাধিক আলাদা আলাদা বিবরণ দিয়ে একাধিক একাউন্ট তৈরি করে তার ব্যবহার করে কনফার্ম আসন বুক করে থাকে।

উপরোক্ত সব কৌশল ব্যবহার করে সমস্ত এজেন্টরা সহজেই নিশ্চিত ট্রেনের টিকিট বুক (Indian Railways Ticket Booking) করতে পারে। যা পরে যাত্রীদের কাছে বেশি দামে বিক্রি করে দেয় এজেন্টরা। যাত্রীদের বাধ্য হয়ে ওই টিকিট কিনে যাত্রা করতে হয়। তবে রেলের তরফে যাত্রীদের এই ধরনের টিকিট কেনার সময় সতর্ক থাকতে বলা হচ্ছে কারন ভারতীয় রেলের (Indian Railways Ticket Booking) আইন অনুযায়ী এটি আইনবিরুদ্ধ।

About Author
Parna Mandal

আমি পর্ণা মন্ডল। একজন নিউজ রাইটার। গত ২ বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছি। ট্রেন্ডিং, বিনোদন, স্বাস্থ্য, বিনিয়োগ, চাকরির খবর সহ একাধিক ক্ষেত্রে খবর লিখতে পারদর্শী।