লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Digha Special Train: কলকাতা থেকে চালু হলো দীঘা স্পেশাল ট্রেন, সপ্তাহের কোন দিন কখন এই ট্রেন চলাচল করবে জেনে নিন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Digha Special Train: ঘুরতে যেতে কে না ভালোবাসে, আর বাঙালিরা তো সব সময় ঘুরতে যাওয়ার জন্য এক পায়ে রাজি। কাজের থেকে দু তিন দিনের জন্য একটু ছুটি পেলেই বাঙালি ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে ভ্রমণের উদ্দেশ্যে। গরমকালেও অনেকেই কলকাতার এই প্যাচপ্যাচ এর গরমের থেকে রেহাই পেতে ঘুরতে বেরিয়ে পড়েন।

কখনো সমুদ্রসৈকতে আবার কখনো বরফের দেশে। তবে ঘুরতে যাওয়ার কথা হলে বাঙালির সবথেকে আগে মাথায় আসে দীঘার কথা। আসলে দুদিনের ছুটি পেলে কলকাতার কাছে পিঠে বলতে এই দীঘাই (Digha) রয়েছে একমাত্র ডেস্টিনেশন। গ্রীষ্ম, বর্ষা, শীত সব ঋতুতেই দিঘাতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এবারে দীঘা ভ্রমণের আরো সুন্দর বন্দোবস্ত করে দিল ভারতীয় রেল। কলকাতা থেকে সরাসরি দীঘা যাওয়ার ট্রেন চালু করা হলো।

হাওড়া থেকে দীঘা যাওয়ার অনেক ট্রেন ছিল। তবে কলকাতা থেকে দিঘার কোন ট্রেন সরাসরি ছিলনা। এবারে সেই খামতি পূরণ করে দিল ভারতীয় রেল। যাত্রীদের কথা মাথায় রেখে কলকাতা থেকে এবারে দীঘা যাওয়ার স্পেশাল ট্রেন চালু করা হলো।

রেল সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, প্রতি শনি এবং রবিবার কলকাতা স্টেশন থেকে দীঘার স্পেশাল ট্রেন ছাড়বে। ট্রেন নম্বর ০৩১৬১ কলকাতা দীঘা স্পেশাল প্রতি শনি এবং রবিবার কলকাতা স্টেশন থেকে ছাড়ছে দুপুর দুটো নাগাদ। সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দীঘা পৌঁছাচ্ছে এই ট্রেনটি। মাঝে আন্দুল, উলুবেড়িয়া, তমলুক এবং কাঁথিতে স্টপেজ দেবে এই ট্রেন।

WhatsApp Group Join Now

উল্লেখ্য ৭ ই জুলাই থেকে এই স্পেশাল কলকাতা দীঘা ট্রেনটি চালু হয়েছে। জানা গিয়েছে, আগামী ২৮ শেষ জুলাই পর্যন্ত আপাতত ট্রেনটি চলাচল করবে কলকাতা এবং দীঘার মধ্যে। এই বিশেষ ট্রেনে রয়েছে এসি, স্লিপার, জেনারেল এবং সেকেন্ড সিটিং কোচ। যারা কলকাতা থেকে দীঘা যাবার জন্য বাস বুকিং করতেন তারা চাইলেই খুব সহজে এবার ট্রেনের পরিষেবা পেয়ে যাবেন।

আরও পড়ুন: Weather Update: নিম্নচাপের ফলে বাড়বে বৃষ্টি, দক্ষিণবঙ্গের এই এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হলো

 

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।